আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই গ্যালিরিতে বসি এবং দিনের রাজনৈতিক নাটক গুলি উপভোগ করি । হাসতেই আছি আপনারাও হাসুন ।

আজ একটি ঘটনা বহুল দিন রাজনৈতিকভাবে তাই বুঝতে পারছিলাম না কোনটি রেখে কোনটি লিখব । খালেদা -হাসিনা, আবুল মাল ,আবুল হসেন, মাহফুজুর এবং ওবায়দুল সবাই মাঠে খেলছেন । তাই সিদ্ধান্ত নিলাম গ্যালারিতে বসে এবং একটি মিনি টুর্নামেন্ট এর আয়োজন করি এবং সবগুলু ঘটনা সবাই মিলে উপভোগ করি । ১০০০ কোটি টাকার মানহানি মামলা মাহফুজুর রহমানের বিরুদ্ধেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ ও পিরোজপুরে আজ রোববার আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। অসাধারন একটা ঘটনা দিনের ।

কিন্তু আমার প্রশ্ন হল এই অর্থ পরিমাণটা কি কম হয়ে গেল না ? মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর মান সম্মান এর মূল্য কখনই ১০০০ কোটি টাকা হতে পারে না । এটি হওয়া উচিৎ ছিল আমাদের বাজেটের সমান । আমার নিরবাচনি এলাকা দেখে ত্রান কমঃ খালেদা জিয়া বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, ‘ফেনী যেহেতু আমার নির্বাচনী এলাকা তাই সরকার এখানকার বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদেরকে কোনো বরাদ্দ দেয়নি। ’খালেদা জিয়া জনগণকে উদ্দেশ করে বলেন, আপনারা শুনেছেন, তারা খুব অল্প পরিমাণ ত্রাণ বরাদ্দ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করেনি।

সরকার বৈষম্যমূলক আচরণ করছে। সরকারের উদ্দেশে এই মুহূর্তে আমাদের আবেদন থাকবে এই বৈষম্য লাঘব করে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনের কষ্ট লাঘব করা হোক । আবুল হসেনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ করার কথা বলে ছিল ওয়ার্ল্ড ব্যাংকঃ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করেছিল বিশ্বব্যাংক। পদ্মা সেতুর প্রাকযোগ্য প্রতিষ্ঠান নিয়োগে অনিয়ম ও মন্ত্রীর প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ‘সাইলেন্ট এজেন্ট’ নিয়োগ নিয়ে দুদকের অনুসন্ধানকালে বিশ্বব্যাংক এ অনুরোধ জানায়। কিন্তু দুদক আইনের সীমাবদ্ধতার কারণে এ কাজ করতে পারেনি কমিশন।

যাক এত ক্ষণে বের হল কথা ,তাহলে এই কমিশন দিয়ে লাভটা কি যে কখনই কাজ করতে পারে না । কিংবা তাড়াত এই কথা বলেও নি জনগণকে । চোরা কমিশন । দুদকের আওতাধিন বলে মাথা ঘামাইনিঃ আবুল মাল পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এটি দুদকের আওতাধীন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, দুদকের কাজ বলে আমরা মাথা ঘামায়নি। পরে আমরা জানতে পারি বিশ্বব্যাংক কোনো তথ্যপ্রমাণ দেয়নি। উফ আর কি লিখব মালের,বালের কথায় । ভাই সব ইগ্নর করেন এই চ্যাপ্টার আসুন এইবার দেখি জোক অফ দ্যা ডে ,মানে ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়েই পদ্মা সেতুর কাজ শুরু হবেঃ ওবায়দুল কাদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করলেও নির্ধারিত সময়েই সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু করবে সরকার। আপনিও কোন কাজের না তাও আপনারে ভাল লাগত কেননা আপনি বাস্তব কথা বলতেন কিন্তু এখন আপনিও আর পারলেন না আকাস কুসুম সপ্নের কথা না বলে ।

যাক সবই এক নদীরই মাছ । ভাই রাতে স্পেন – ইতালির ফাইনাল খেলা কিন্তু ওই খেলা দেখার আগেই এই আরেক খেলা আপনাদের জন্য আয়োজন করেছি যাতে আপনাদের সময়টা ভাল যায় । প্রান ভরে দুয়া করবেন ভাল লাগলে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.