আমাদের কথা খুঁজে নিন

   

হযবরল

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম আজকাল কিবোর্ড এ হাত দিলেই কেন জানি আমি অন্ধ হয়ে যাই একটা লেখা তো দুরের কথা একটা অক্ষর ও লিখতে পারিনা কবিতা বা গল্প কিছু কখনোই লেখা হয়নি তারপর ও যা কিছু ছাইপাশ লিখেছিলাম এখন তা ও হয়না... কিবোর্ড, ব্লগ, লেখালেখি অনেক কথা মনে পড়ে কিন্ত লেখা আর হয়না। যাই হোক হযবরল বকবক করে আর কারো মাথা খারাপ করবোনা আজ ব্লগে একটা পোষ্ট করবোই ভেবে লগইন করেছি তাই কিছু একটা পোষ্ট করবোই হিঃহিঃ মাঝে মাঝে এক একটি ভূত চাপে যেমন কয়েকদিন থেকে ছবি edit করা যা পাই তাই edit করি গোলাপ তিনি খাবারের সন্ধানে এটা আমার আলো আজ আর না পরে দেখা যাবে আমি আর লগইন করতে পারছিনা হিঃহিঃ সবাই অনেক অনেক ভাল থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।