সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... প্রথমে দেখুন প্রথম আলো সম্পাদকের "লেখা প্রত্যাহার ও ক্ষমাপ্রার্থনা" এর লাল চিহ্নিত অংশ যেখানে সরাসরি বলা হয়েছে হাসনাত আবদুল হাই এর ছোট গল্পটি "পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়" এবার দেখুন হাসনাত আবদুল হাই এর বক্তব্য, যেখানে তিনি বলছেন "বেশ কিছু পাঠক গল্পটি পড়ে ক্ষুব্ধ হয়েছেন" যে জন্য তিনি "দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী" প্রথম আলোর সম্পাদক এবং হাসনাত আবদুল হাই এর এই দুই রকম বক্তব্যের মানে কি? তাহলে কি জনাব হাসনাত আবদুল হাই বলতে চান তার ঐ লেখা প্রথম আলো পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ ছিল? আশাকরি প্রথম আলো কর্তৃপক্ষ পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে বিরোধীতাকারী কারো লেখা প্রকাশ করা হতে বিরত থাকবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।