আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়ার মহিমা.. ছাগল হিরো হতে পারে,,,,ভালো মানুষ হতে পারে ডন..মুসাকে নিয়ে প্রথম আলোর ফালাফালি দেখে মনে হয় মুসা শুধু প্রথম আলোর জন্য,,,, এবারেস্ট জয় করছে

গান পাগলা সহজ সরল মন ভোলা তবে অন্যায়ে প্রতিবাদী
মুস এবারেস্ট জয় করছে,,,,, আমরা খুশি দেশ খুশি জাতি খুশি। কিন্তু প্রথম থেকেই এ নিয়ে প্রথম আলোর বাড়াবড়ি দেখছি......................... মুসা এবারেস্ট থেকে নামার এক সপ্তাহ আগে থেকেই প্রথম আলোর প্রথম পেজের হেড লাইন মুসা...সেই যে শুরু হল নামার অন্তত এক মাষ পরেও প্রথম আলোর ফ্রন্ট পেজ থেকে তার কলাম সরেনি... কত ফিট উপরে,সুয়ে আছে নাকি কাইত হয়ে আছে,কোন জায়গায় উস্ঠা খাইলো কিনা হ্যান ত্যান বুগি ছুগি....... আর যেদিন নেমে এসেছে সেদিন তো প্রথম আলো পারেনি পুরো পেপার জুড়ে শুধু মুসাকে ছাপাতে। ভাব খানা এমন যেন মুসা বাংগালির এক বীর যোদ্ধা অথবা এবারেস্ট জয়ের ফলে বাংগালির সব সমস্যার সমাধান হয়ে গেছে..বাংগালির সুখের খবর নিয়ে এসেছে। যাক বাবা যা করচছ করচছ এবার তো ঠান্ডা হ,,,,,,, না এখন পয্ন্ত প্রথম আলো মুসাকে নিয়ে চাটা চাটি বন্ধ করেনি... মাযে মাযে মনে পড়ে কুকুরের শুকনা হাড় নিয়ে চাটাচাটির কথা.....কিছু নাই তবুও মনের খয়েস মেটানোর জন্য কুকুর হাড় চাটে,,,,,প্রথম আলো কেন এত তেল মাখাচ্ছে,,,,,মুসা ভবিস্যতে আরও কোন কিছু করলে প্রথম আলোর তেল টুকু যেন মিস না হয়। আসলে ব্যাপার টা নিয়ে এত বাড়াবাড়ি করছে প্রথম আলো.....যা আসলেই পাঠকদের জন্য অনেক বিরক্তের ব্যাপার, আমি অনেকের সাথেই এই ব্যাপার নিয়ে কথা বলেছিলাম সবাই বলছে এটা বাড়াবাড়ি।

এখন পয্ন্ত এ নিয়ে পব্ করে প্রথম আলো কলাম দেয় যা দেখলে হাসিও পায় আবার এতো রাগ লাগে মন চায় ঐ কলামিস্টরে ধইরা আধা ঘন্টা থাবরাই। সে কবে কোথায় চা খাইসে, কবে কোথায় মুতসে, টয়লেট করতে প্রতিদিন কয়লিটার পানি খরছ করতো,মুসা কি খায় কি খায় না,তার বউ কয় মাষের পোয়াতি পুরা গুষ্ঠি সুদ্ধা লিখে। পাঠক হয়তো মনে করতে পারেন তা নিয়ে পাগলার এত মাথা ব্যাথা কেন?????????? হ্যা এ জন্য এবার আপনারা বলুন ১। পত্রিকার একটা কলামের দাম আছে। ২।

ঐ কলামে অন্য মুল্যবান কোন খবর ছাপানো যেত। ৩। দেশে মুসার চাইতেও হাজার গুণ বড় মানুষ আছে কই তাদের নিয়ে তো এত মতামাতি নাই...মুসাকে নিয়ে প্রথম আলোর এত ফালাফালি কেন?????????? ৪। অন্য কোন পত্রিকারতো মুসাকে নিয়ে এত বাড়াবাড়ি নাই তবে প্রথম আলো কেন শুকনো হাড় নিয়ে এত কামড়াকামড়ি করছে????????? পাঠক ভুল ত্রুটি হলে ক্ষমা করুন, শুধরে দিন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।