আমাদের কথা খুঁজে নিন

   

যৌন কেলেঙ্কারী আর কত ঘটবে মার্কিন বাহিনীর মধ্যে: এবার ৩০ মহিলা ক্যাডেটকে যৌন নির্যাতনের অভিযোগ

মার্কিন বিমান বাহিনীর ৩০ জনেরও বেশি মহিলা ক্যাডেট অভিযোগ করেছেন, তারা প্রশিক্ষণ নেয়ার সময় প্রশিক্ষকদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। টেক্সাস বিমান প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে তারা জানান। ঘাঁটিতে এ ধরনের যৌন নির্যাতন ও হয়রানির ঘটনা বেড়েই চলেছে বলেও তারা অভিযোগ করেছেন। স্যান ফান্সিসকোর ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে মহিলা ক্যাডেটদের সঙ্গে অবৈধ কিংবা জোরপূর্বক যৌনাচারের ঘটনা ঘটিয়েছেন এবং সে অভিযোগে ছয় প্রশিক্ষক কোর্ট মার্শালের অপেক্ষায় রয়েছেন। আগামী মাসে তাদের বিচার হওয়ার কথা।

এদের মধ্যে একজন সার্জেন্ট ভয়াবহ যৌন নিপীড়নের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। এ ছাড়া, দু’জন প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে-তারা অবৈধভাবে এক মহিলা ক্যাডেটের সঙ্গে যৌন সম্পর্ক গড়েছেন এবং প্রশিক্ষণের সময় যৌনাচারের সুযোগ নিয়েছেন। এসব ঘটনায় মার্কিন বিমান বাহিনীর বিবাহিত প্রশিক্ষকরাও জড়িত বলে অভিযোগ আনা হয়েছে। গত বছর দেশটির বিমান বাহিনীর ভেতরে এ ধরনের যৌনাচারের কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সে সময় বিমান প্রশিক্ষণ ঘাঁটির অন্য এক প্রশিক্ষকের বিরুদ্ধে মারাত্মক যৌন নির্যাতন ও হযরানির অভিযোগ ওঠে।

ওই প্রশিক্ষকের বিরুদ্ধে এ ধরনের ২৮টি অভিযোগ আনা হয়। মার্কিন সামরিক বাহিনীর নারী সদস্যরা অহরহ যৌন নির্যাতন ও অবৈধ যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন এবং প্রতিবছর হাজার হাজার ঘটনা রেকর্ড করা হয়। # ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।