আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের লুটপাট !!! ছি: ছি: এ লজ্জা রাখব কোথায়...???!! লুটপাটের এ চিত্র শুধু ঢাবি'র নয়..এ চিত্র আজ সারা দেশের !! এ দেশ যেন লুটপাটের স্বর্গরাজ্য...!!!

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" ক্ষুব্ধ উপাচার্য বললেন: তোমাদের আমরা এই শিখিয়েছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনে অংশগ্রহণ করতে যাওয়া স্নাতক ডিগ্রিধারীরা আজ বুধবার উপহার-সামগ্রী নিতে এলে একপর্যায়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হুড়োহুড়ি করে লাইন ভেঙে অনেকেই উপহার-সামগ্রী দেওয়ার স্থানে ঢুকে একটি ব্যাগের বদলে অনেকগুলো করে ব্যাগ নিয়ে যান। আকস্মিক হুড়োহুড়িতে উপহার-সামগ্রী নিতে আসা স্নাতকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থল টিএসসিতে চরম অব্যবস্থাপনা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও উপাচার্য সেখানে ছুটে যান।

বেলা দুইটার দিকে স্নাতক ক্যাপ ও উপহার-সামগ্রী দেওয়া আজকের মতো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন উপাচার্য। তিনি শিক্ষার্থীদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘তোমাদের আমরা এ-ই শিখিয়েছি, এই শিক্ষা দিয়েছি?’ শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ থেকে সমাবর্তনের গাউন, ক্যাপ ও উপহার-সামগ্রী দেওয়া শুরু হয়। এ জন্য সকাল থেকেই টিএসসিতে সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হন। সমাবর্তনের জন্য ব্যাংকে জমা দেওয়া টাকার রসিদ শিক্ষার্থীদের কাছে থাকে। সেই রসিদ দেখিয়ে বিষয় ও বিভাগ অনুসারে ব্যবস্থা করা ডেস্কে ফরম পূরণ করতে হয়।

সেই ফরমের তিনটি ভাগ থাকে, যা দেখিয়ে গাউন, ক্যাপ ও উপহার-সামগ্রী নিতে হয়। টিএসসির ইনডোর গেমস রুম থেকে স্নাতকদের ক্যাপ ও উপহার-সামগ্রী দেওয়া হচ্ছিল। কিন্তু দুপুর ১২টার দিকে লাইন ভেঙে যে যার মতো ওই কক্ষে ঢুকে উপহার-সামগ্রী নিয়ে বেরিয়ে যান। একজনের জন্য উপহার-সামগ্রীর একটি ব্যাগ নির্ধারিত থাকলেও তাঁরা অনেকগুলো করে ব্যাগ নিয়ে যান। বাইরে বেরিয়ে তাঁরা কয়েকটি ব্যাগের সামগ্রী একটি ব্যাগে ভরে বাকি ব্যাগগুলো খালি অবস্থায় বাইরে ফেলে দিয়ে চলে যান।

এতে পুরো এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। দেড়টার দিকে সেখানে যান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি একাধিক উপহার-সামগ্রীর ব্যাগসহ কয়েকজনকে হাতে-নাতে ধরেন। শিক্ষার্থীদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বেলা দুইটার দিকে তিনি আজকের মতো এ কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।

তবে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। যেখান থেকে গাউন দেওয়া হচ্ছে, সেখান থেকেই ক্যাপ ও উপহার-সামগ্রী দিলে এ ধরনের ঘটনা ঘটত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কাজ করেছেন বলে অনেকেই দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, এবারের সমাবর্তনে ১৬ হাজার ৫৫০ জন গ্র্যাজুয়েট, ৭৫ জন এমফিল ও ৮৯ জন পিএইচডি ডিগ্রিধারীকে সনদ দেওয়া হবে। এ ছাড়া ভালো ফলাফলধারী ৫৯ জনকে দেওয়া হবে স্বর্ণপদক।

সূত্র : প্রথম আলো ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.