আমাদের কথা খুঁজে নিন

   

ইগনোর

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই নম্বর এক, কার্তিমাসে আমারে তুই চাইবি নম্বর দুই, আমি নাই, তবুও তুই চাইবি আমারে তোর ইচ্ছে হইলে পাবি ভাববি, গেলেও ফিরত আসি যখন তখন পাবি, সস্তা মানুসের দরোজাতেও তালা হয় ফিরা আইসা দেখবি নাই চাবি * কি লিখছি ছাতা, এই বুঝি চিঠি? ইগনোর করো. মন, পূন্নিমার বদরী পাখি আসমান হাওয়া, চন্দ্রের প্রতাপ ইগনোর করো ঐ বেতস গাছ পালা, কবিতার কাব্যের আসর ফালতু প্যাচাল, বহমান হাঙ্গামা, রাজনীতি নিয়ে বক বক, জ্ঞানগর্ভ পঙ্খীর উপমা, ক্যান যে লিখি, ক্যান যে পাখি হয়? ইচ্ছা হয় গলা টিপা আমার গলার সব শব্দ ঢেলে দেই, প্যাচাই, ঘুরাই, তোমার কানে ঢালা নানান রকম ভুল ইসার ইঙ্গিত এই কান থেকে অন্য কানে পাচার করো আমারে ছাড়া সব ইগনোর করো -- ড্রাফট ১.০ / যাস্ট লেখার জন্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।