আমাদের কথা খুঁজে নিন

   

যাচ্ছি চলে

যাচ্ছি চলে, একবার, ফিরে তো তাকাও হইত আর, কখনো- হবে না দেখা দুটি চোখ বুঝলে- স্মৃতিতে ,এই ক্ষণ ফিরে ফিরে আসবে যখন গহীন অরণ্যের ছায়া ঘেরা রাজ্যে কোন এক ফুল ফুটবে তখন। যাচ্ছি চলে, যা কিছু বলার,বলে দিয়ে যাও হইত আর, কখনো- হবে না বলা দুটি চোখ বুঝলে- স্মৃতিতে এই ক্ষণ হৃদয়েতে বাজবে যখন উদাসী রাখালের উদাস সুরে কোন এক বাঁশি বাজবে তখন। যাচ্ছি চলে, একবার নিজেকে রাঙিয়েতে নাও হইত আর, কখনো- হবে না রঙ্গিন দুটি চোখ বুঝলে -স্মৃতিতে এই ক্ষণ ধূসর ধূলিদের রাঙ্গাবে যখন রাত্রির বুকে মেঘের রাজ্য চিরে আকাশেতে চাঁদ ঐ হাসবে তখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।