আমাদের কথা খুঁজে নিন

   

সুকান্ত বলেছে (গণ সঙ্গীত)

সাহিত্য লেখক সুকান্ত বলেছে চাঁদ পোড়া রুটি ক্ষুধা আছে এনে দাও খাব তার দূটি। যদি পার দিতে মোরে আকাশের চাঁদ তাহলেও দেখিবনা পূর্ণিমা রাত। রাত দিন দু:খিজনে চায় শুধু খেতে খেতে গেলে ছাই পরে তার বারা ভাতে। কান্নায় আখি ভরে বুক যায় ফাটি। ক্ষুধা আছে এনে দাও খাব তার দুটি।

গদ্যের আছে জানি শুনিপুন ছন্দ পদ্যেরও সব মিল হয়ে গেছে বন্ধ। গদ্যের পৃথিবীও গান গেয়ে ওঠে ক্ষধা ভুলে দু:খি জনে সেই দিকে ছুঠে নিরাশার সব আশা হয়ে যায় মাটি। ক্ষধা আছে এনে দাও খাব তার দুটি । কবিতায় কাজ নেই ,নেই কোন কান্না অধিকার কেড়ে আন বয়ে যাক বন্যা। ধবংসের মাঝে থাকে সৃষ্টির গন্ধ নতুনের আগমনে নবতর ছন্দ ফেলে দাও হাত থেকে ভিক্ষার বাটি ।

ক্ষুধা আছে এনে দাও খাব তার দুটি । । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।