আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশের সাইট এখনো নির্মাণাধীন!

asif.aiub99@gmail.com এখনো নির্মাণাধীন রয়েছে ডিজিটাল বাংলাদেশ নামের সরকারি (http://www.digitalbangladesh.gov.bd) ওয়েবসাইটটি। দীর্ঘদিন অকার্যকর থাকায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এই সাইটটি নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর সাইটটি কয়েকদিন চালু থাকলেও আবার এটা অকার্যকর হয়ে যায়। ফলে সরকারের ডিজিটাল কার্যক্রম সম্পর্কেসাধারণ মানুষ তথ্য পাচ্ছে না। সরকারের বিভিন্ন ধরনের ডিজিটাল কার্যক্রম তুলে ধরতে এই ওয়েবসাইট চালু করা হয়।

এতে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ডিজিটাল কার্যক্রম খবর ও ব্লগ আকারে প্রকাশ করার কথা। কিন্তু সাইটটি কার্যত বন্ধই থাকে। কর্তৃপক্ষ বলছে, নতুনভাবে শুরু করার জন্যই এই ওয়েবসাইট চালু করতে বিলম্ব হচ্ছে। গতকালমঙ্গলবার ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় গিয়ে দেখা যায়, সাইটের আগের একটা ছবি (স্ক্রিনশট) রাখা আছে। লেখা আছে: ‘ওয়েলকাম টু ডিজিটাল বাংলাদেশ, দিস পেজ ইজ আন্ডার মেইনটেন্যান্স।

’ সরকারের এ ধরনের বিভিন্ন ওয়েবসাইটের কারিগরি সহায়তা দিচ্ছে জাতিসংঘউন্নয়ন কর্মসূচি—ইউএনডিপির অর্থায়নে পরিচালিত সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রকল্প। সেই কাজের অংশ হিসেবে এই ওয়েবসাইটের নতুন রূপও তাদের দেওয়ার কথা। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইটটি পুরোনো ফরম্যাট থেকে নতুন ফরম্যাটে রূপান্তর করার কাজ চলছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আন্তসংযোগ (ইন্টার অপারেবিলেটি) করার জন্য পুরোনো ফরম্যাট বদলে নতুন ফরম্যাটে রূপান্তরিত হচ্ছে। ’ ওয়েবসাইটে এ ধরনের কোনো তথ্য এবং যোগাযোগের জন্য কোনো ফোন নম্বর দেওয়া নেই কেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব স্বীকার করছি।

ওয়েবসাইটে একটি যোগাযোগের নম্বর দেওয়া উচিত ছিল। ’ এই সাইটটির নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। কিন্তু এখনও সাইটটি চালু হয়নি। নাইমুজ্জামান বলেন, ‘প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে এই ওয়েবসাইট চালু করা হয়েছিল। কিন্তু কয়েক মাস আগে এটি হ্যাকড হওয়ার পর থেকে অকার্যকর রয়েছে।

জুলাই মাসের শেষ নাগাদ নতুন রূপে ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইটটি চালু করা হবে। সুত্রঃ প্রথম আলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.