আমাদের কথা খুঁজে নিন

   

অস্পষ্টতা’ নিয়েই মাহফুজের পক্ষে

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সমালোচনার মুখে থাকা এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের পক্ষে দাঁড়ানো অভিনয়শিল্পীদের অন্যতম মামুনূর রশীদ ও শহীদুজ্জামান সেলিম বলেছেন, তাদের কাছে এখনো এই বিষয়টি স্পষ্ট নয়, তাই সত্য জানতে চান তারা। সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত বক্তব্যের জের ধরে মাহফুজুরকে গ্রেপ্তারে সাংবাদিক সংগঠনগুলোর দাবির মধ্যে শনিবার এটিএন বাংলা চেয়ারম্যানের পক্ষে তার প্রতিষ্ঠানের কার্যালয়ে একটি ঘরোয়া বৈঠক হয়। ওই বৈঠকে প্রায় অর্ধশত শিল্পী, পরিচালক, প্রযোজক অংশ নেন যার মধ্যে ছিলেন নাট্যকার-অভিনেতা-নির্দেশক মামুনূর রশীদ, অভিনেতা-নির্দেশক শহীদুজ্জামান সেলিম, নাট্যকার চয়নিকা চৌধুরী। মাহফুজুর রহমানের বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে দাবি করে শনিবার ওই বৈঠকের পর ‘শিল্পী সমাজের’ ব্যানারে সোমবার ‘মাহফুজুরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে’ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি দেওয়া হয়। তবে মাহফুজের বিরুদ্ধে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে রোববার সাংবাদিকদের এক মানববন্ধনে এটিএন বাংলার একদল সাংবাদিকের সঙ্গে অন্যদের হাতাহাতির ঘটনার পর শিল্পী সমাজের কর্মসূচিটি স্থগিত করা হয়।

তবে মামুনূর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটিএন বাংলা একটি মানববন্ধন আয়োজন করেছিল, শিল্পী সমাজ নয়। আমাদের সেখানে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছিল। ” চয়নিকা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সন্ধ্যায় আমাদের জানানো হয়েছে যে মানববন্ধনটি (সোমবারের) আপাতত বাতিল করা হয়েছে। তবে কেন বাতিল করা হয়েছে, তা আমার জানার বিষয় নয়, জানিও না। ” মাহফুজের পক্ষে মামুনূর রশীদ, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, চয়নিকা চৌধুরী, আফসানা মিমি, খন্দকার মো. ইসমাইল, আনজাম মাসুদসহ কয়েকজনের বক্তব্য দুদিন ধরে এটিএন বাংলা এবং এটিএন নিউজে সম্প্রচার করা হচ্ছে।

মাহফুজের পক্ষে জাহিদ হাসানকে বলতে শোনা যায়, “তিনি (মাহফুজ) সরল-সোজা মানুষ। তিনি যা বলছেন, তার আগে-পিছে বাদ দিয়ে তার বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তাকে হেয় করতে একটি মহল ষড়যন্ত্র করছে। ” মাহফুজের পক্ষে বক্তব্য দিলেও শহীদুজ্জামান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার পেছনে (মাহফুজুর রহমান) লোকে কেন লেগেছে, এটা বুঝতে পারছি না। আসলে পুরো বিষয়টাই আমার কাছে স্পষ্ট নয়।

” নিহত সাংবাদিক দম্পতি পরকীয়ার বলি- সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে এই বক্তব্য দিয়ে সাংবাদিকদের সমালোচনায় পড়েন মাহফুজুর রহমান। তাকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারের দাবিও ওঠে। মামুনূর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মনে হয়, মাহফুজুর রহমান যা বলেছেন তা জনসম্মুখে আসা উচিৎ। আমরা সত্য জানতে চাই। ” তিনি আরো বলেন, “সাগর-রুনির বিচার শুধু সাংবাদিকদের নয়, বরং পুরো জাতির।

সে অর্থে শিল্পী সমাজও এ হত্যাকাণ্ডের বিচার চায়। আমি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আমাদের সত্য উদঘাটন করতেই হবে। ” খুনি গ্রেপ্তারের দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মাহফুজুর রহমানের কার্যালয় ঘেরাওয়ের দাবি তোলা হলে এক সাংবাদিক নেতার ওপর চড়াও হন ওই টেলিভিশনের কর্মীরা, তখন হাতাহাতিও হয়। এই ঘটনায় এটিএন বাংলার আট সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। অন্যদিকে এটিএন বাংলার সাংবাদিকরা বলছেন, তারা আক্রমণের শিকার হয়েছিলেন এবং পরিকল্পিতভাবে প্রেসক্লাবের সামনের ঘটনা ঘটানো হয়েছিল।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সেলিম বলেন, “সাংবাদিক এবং শিল্পীরা জাতির বিবেক বলে পরিচিত। এদের মধ্যে কোন দ্বন্দ্ব থাকা উচিৎ নয়। তবে বিষয়টা পুরোপুরি না জেনে কিছু বলাটা সমীচীন হবে না। ” ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।