আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরা নিয়ে একটু সমস্যায় পড়েছি। একটু হেল্পান। প্লিজ লাগে।

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। আমি নাইকন ডি ৩১০০ কিনেছি প্রায় ১ মাস হল। যখন একটানা অনেক ছবি তুলি, তখন বেশ অনেক গুলো ছবি তোলার পর দেখা যায়, ফোকাস আগের মত স্পষ্ট হচ্ছে না।

যতই ঘুরাই ঘারাই ফোকাস ঝাপসা থাকে। অনুমানের উপর ফোকাস ঠিক করে শাটার চেপে দিলে ডিসপ্লে তে মোটামুটি ভালই ছবি আসে। তার মানে ঐ ইফেক্ট ছবির উপর পড়ছে না। এটা কি ক্যামেরার সেন্সরে বা অন্য কোথাও কোনও প্রব্লেম নাকি অনেকগুলো ছবি তোলার পর কিছুক্ষন এমন হয়। বিশেষত বার্স্ট মুডে বেশ কিছু ছবি তোলার পর ফোকাসিং এ এই প্রব্লেম টা হয়।

আবার চলেও যায়। ক্যামেরার একটি অপশন 'ক্লিন ইমেজ সেন্সর' এটা ব্যবহার করেও অনেক সময় ঝাপসা ভাব টা চলে গেছে। কারণ এবং প্রতিকার জানালে উপকৃত হতাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.