আমাদের কথা খুঁজে নিন

   

দূধর্ষ সাংবাদিক জ.ই. মমিন ওরফে হ্যাডার মমিন

আমি কিছুই না..... আবার অনেক কিছু । সাংবাদিক: তাড়াতাড়ি আসেন। সাহারা খাতুন: গলার টোন এত উচা কেন ? সাংবাদিক: এই মাত্র প্রেসক্লাবে ক্যাচাল করে আসছি । কর্মসূচি তে আগে আপনেরা হাতাহাতি করতেন। এখন আমরা আউলা চোপাড় দিতেছি।

সাহারা: বাবা রা, শান্ত হও । তুমারে তো টিভি তে দেখি....নাম মমিন না ? সাংবাদিক: আমার নাম হ্যাডার মামুন। সাহারা: হ্যাডার কেন ? জ.ই..... সাংবাদিক: জ ঝ ঞ এখন অতীত। আমি এখন হ্যাডার। কারন আমার হ্যাডম ও আছে, আমার ভিতরে জ্বলন্ত ক্যাডার ও আছে ।

খালি ধারালা কিছু নাই। শান্ত হও বাবা, আইন শৃঙ্খলা মনে হয় কারো নিয়ন্ত্রনে আছে.... সাংবাদিক: কিয়ের শান্ত, চাপাতি টা নাই খালি, নাইলে আইজকা.... সাহারা: কস কি মমিন.... সাংবাদিক: নাম ঠিক করে বলেন, মামুন। সাহারা: আচ্ছা বাবা, আমি বলছি যে সাগং রুনির হত্যাকারী ৪৮ ঘন্টার ভেতর শাহবাগের মোড়ে আসবে .... কন্ডেন্স মিল্কের চা খাবে, চিনি ছাড়া । তখনই আমরা তাকে ধরে ফেলবো। সাংবাদিক: আরে হত্যাকারী এখন কোন পাগলে খুনী ? সাহারা : তবে ? সাংবাদিক: মাহফুজ ভাইয়ের মত একজন মহান শিল্পী কে হেনস্তার প্রতিবাদ জানাই।

সাহারা: জ্বী, মাহফুজের গান শুনছি, চমৎকার গলা । শুধু আমার পোষা কুত্ত টা রে আর পাচ্ছি না । সাংবাদিক: লীগের মেশিন কেমন আছে আপনের বাসায় ? কয়েকটা চাপাতি আর রামদাও হবে ? সাহারা খাতুন: কেন!!! সাংবাদিক: ভাতেছি যাওয়া টাইমে প্রেসক্লাব হয়ে যাবো । যেই গুলা রে পামু এলোপাতাড়ি কোপ। রাত্রে পেমেন্ট ভাগাভাগির ব্যাপার আছে ।

মেশিন ছাড়া গেছি শুনলে স্যার রাগ করবে । সাহারা: বাবা, তোমারেই তো দরকার. তুমি অফিসে আসো একটু। সাংবাদিক: কেন? সাহারা: চাপাতি রামাদা এবং শিক্ষার অপূর্ব সংমিশ্রন । তুমি তো ইচ্ছা করলে নমিনেশন চাইতে পারো । এছাড়া প্রভুভক্ত ইয়ের অনেক দরকার আছে ।

সাংবাদিক: ইয়ে টা কি ? সাহারা: আরেকদিন বলবো, আজ তোমার মাথা বিলা আছে । আমার এমনি তেই পা টা ভাঙা.... বুঝোই তো... সাংবাদিক: আচ্ছা, ব্যাপার টা দেইখেন । সাহারা: ওকে মমিন, তুমি আমাদের সুনজড়ে আছো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।