আমাদের কথা খুঁজে নিন

   

চান্দে যাবেন????

চাঁদে যেতে চান? টিকিট পাওয়া যাচ্ছে। প্রতি টিকিটের দাম পড়বে সাড়ে ১৫ কোটি ডলার। ছয় মাসের এই ভ্রমণে যেতে চাইলে ব্রিফকেস গুছিয়ে নিন। সম্প্রতি বেসরকারি একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান চাঁদের টিকিট বিক্রি শুরু করতে এমন বিজ্ঞাপনই প্রচার করছে। এক্সক্যালিবার অ্যালমাজ নামের যুক্তরাজ্যভিত্তিক একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পৃথিবীর উপগ্রহে বেড়ানোর জন্য টিকিট বিক্রির এই ঘোষণা দিয়েছে।

এক খবরে ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে। এক্সক্যালিবার অ্যালমাজ নামের এ প্রতিষ্ঠানটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ৬৫ বছর বয়স্ক পেটেন্ট ও মহাকাশ-বিষয়ক আইন বিশেষজ্ঞ আর্ট ডুলা। সম্প্রতি হাফিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে আর্ট ডুলা জানিয়েছেন, ২০১৫ সাল থেকে চাঁদের কক্ষপথে ভ্রমণের জন্য টিকিট বিক্রি শুরু হচ্ছে। সোভিয়েত যুগের নভোযানে করে চাঁদ ঘুরে আসার সুযোগ পাবেন ভ্রমণবিলাসীরা।

সোভিয়েত আমলের তৈরি স্পেস স্টেশন ও সয়ুজ ক্যাপসুলকে নতুন প্রযুক্তিতে সমন্বিত করে চাঁদের কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছেন ডুলা। অবশ্য, বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এক্সক্যালিবার অ্যালমাজ ছাড়াও ভার্জিন গ্যালাক্টিক ও স্পেস এক্স মহাকাশ ভ্রমণের সুযোগ দিচ্ছে। মহাকাশযানে করে পৃথিবী থেকে ৬৮ মাইল উঁচুতে ওজন শূন্যতার অভিজ্ঞতা দেওয়ার জন্য দুই লাখ ডলারে টিকিট বিক্রি করছে ভার্জিন গ্যালাক্টিক। আগামী বছর থেকে এ ব্যবসা শুরু করবে প্রতিষ্ঠানটি। আর ২০১৫ সাল থেকে মহাকাশযানের টিকিট বিক্রি করবে স্পেস এক্স সূত্র : http://news.alnaddy.com/article/298972+EG Click This Link  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।