আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ় শ্রাবণ..

আষাঢ়ের প্রথম দিনটি ছিলো বেশ মনে রাখার মত। সারাদিন আকাশ মেঘলা ছিলো, আর বিকেলে সমগ্র প্রকৃতি কালো করে হল প্রথম বৃষ্টি। আর তখন থেকে শুরু বৃষ্টির। আজ সকালে বাসাথেকে বের হিচ্ছি অফিসে যাবার জন্যে, কাল রাতের বর্ষনে ডু্বে গেছে পথ ঘাট, অফিসের গাড়ি ধরতে কিক্সায় করে যেতে হল অনেক দুর। অফিসে পৌছোতে কোন সমস্যা হল না।

তবে একটার পর একটা ফোন পেতে লাগলাম। কারো বাসায় পানি উঠেছে আসতে পারবে না, কিংবা আসতে দেরি হবে। অফিস আজ গাড়ি দেয়নি, তাই অনেকে এখন রাস্তায় দাড়িয়ে আছে। লোকাল বাসে মেয়েদের নিতে চায় না। বিশেষ করে বৃষ্টির দিনে।

আজ অফিসের লোক বল কম থাকবে কিন্ত ফিডব্যাক আর সব দিনের মত দিতে হবে। তবে যেহেতু অনেকে কাক ভেজা হয়ে এসেছে, তাদের একটা অংস আগামি কাল আসবে না, অসূস্থতার জন্যে। তবু্ও আমার সবচাইতে পছন্দের ঋতু হল বর্ষা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।