আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ় এসেছে শ্রাবণ আসবে বলে...

প্রথমা-তে আছি....

আষাঢ় এসেছে। আমি আছি শ্রাবণের অপেক্ষায়। এই শ্রাবণ আমাকে আমার কষ্ট গুলোকে আরো বাড়িয়ে তুলবে, সেই জন্যই আমার এই অপেক্ষা। এই শ্রাবণের ধারায় একদিন আমার চোখের জল মিশে গিয়েছিল। আমি বুঝতে পারিনি, কোনটি শ্রাবণ ধারা আর কোন আমার অশ্রু ধারা! রাধিকা, কেমন আছিস রে তুই? খুব ভাল তাই না! তোর প্রিয় রঙটি এখন তোর সার্বক্ষণিকের সংঙ্গি।

তুলোর মতো নরম মেঘে করে তুই ঘুরে বেড়াস। আমার কিযে ঈর্ষা হয়..বলার মতো নয়। জানিস, সেঁতা এখন আমাকে আ-মু, আ-মু বলে ডাকতে পারে। এই শ্রাবণে ও একটি বছর পার করবে। কিন্তু, আশ্চর্য! তুই যে দিনটিতে চলে গেলি, এই সেঁতা সেই দিনটিতে এলো আমার কোল জুড়ে।

মাঝে মাঝে আমি সেঁতার মাঝে তোকে দেখতে পাই। জানিস, তখন আমার কেমন যেন লাগে। আমি আমার মেয়ের নাম রাধিকা রাখতে চেয়েছিলাম। কিন্তু ও রাখতে দেয়নি, পাছে বারবার আমার মন খারাপ হয়! জানিস, আমি খুব সুখে আছি। ও আমাকে অনে অনেক ভালবাসে।

আমিও বাসি। কিন্তু তবুও তোকে ভুলতে পারি না। তোকে কি করে ভুলবো বল??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।