আমাদের কথা খুঁজে নিন

   

আঁধারের সহযাত্রী হলে

আমার না বলা যত কথা এই শোনো, তোমাকে বলছি-এস। মরুভূমির মত তৃষিত জীবন থেকে বেরিয়ে এস। ধূসর জীবন থেকে বেরিয়ে আলোর উদ্ভাসিত পথে এস। ঐ দেখ প্রভাতের রক্তিম আশা কাঁপছে; রাতের পাহাড়ের ঘননীল আভাস আর সমুদ্রের গভীর অন্ধকার যেখানে হয় বিলীন--- দিনে ঘুমিয়ে থাকা অলস তারারা আড়মোড়া দিয়ে জেগে ওঠে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে--- সুকঠিন নিঃসঙ্গতায় ভরে ছিল যে আকাশ সেও নিল আগুনের শিখার মত জ্বলছে---

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।