আমাদের কথা খুঁজে নিন

   

আঁধারের বন্দীনী



কোন পাপের অন্ধকারে আজ আমি বন্দীনী জানিনাতো কবে পাবো মুক্তির সেই দুয়ারখানি এপারে আমায় রেখে প্রভু তুমি কোথায়, ওপারে সুখের মেলা যেতে পারি না সেথায়। জীবনের যত পাপ- মিথ্যা আর ভুল, মুছে দিয়ে ফোটাও প্রভু সত্যের ফুল। আমিতো জ্বলে পুড়ে জীবনের শেষ প্রান্তে, প্রকৃত সুখ পাবো তোমারি সাথে মিলনাতে। নিরাশ আঁধারে খুঁজে খুঁজে আজ আমি ক্লান্ত সুপথ দেখিয়ে দাও তুমি দূর করে সকল ভ্রান্ত। এখানে প্রতারনা নিষ্ঠুরতা আর মিথ্যা মায়াজাল ভেদিতে পারি না আমি বড়ই কঠিন এ চাল। মুক্তি দাও পার করে ওগো দয়াময়, ক্ষমা চাই হে রহীম আমি অসহায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।