আমাদের কথা খুঁজে নিন

   

গজাচিখুড়ী ১

যা ইচ্ছা হয় লিখি শেষমেশ একটা টিউশানি যোগাড় করতে পারলাম। সন্ধ্যার আড্ডাটাকে গুঁতো দিয়ে সেই জায়গা দখল করে নিল ৮ বছরের পিচ্চি বাবলা। পুরো হ্যাবলা মার্কা বাবলা, নিজের কয় ভাই বোন না জানলে, শিওর বুকে জড়ায় নিতাম, ভাই আমার বলে। প্রথম দিন, একটু আগে আগেই হাজির হলাম। আরে বাবা এসে গেছ? বাবলার মা বলে উঠলেন।

আমি লম্বা লম্বা দাঁত দেখিয়ে বললাম, জ্বি আন্টি। হাবলা থুক্কু বাবলা কই? আন্টি আহত চোখে তাকালেন। তারপর বললেন, প্রথম দিনেই এভাবে আমার ছেলের নাম ইচ্ছা করে ভুল? তোমার বেতন যেন কত ঠিক করেছিলাম? আমি আরো আহত চোখে তাকিয়ে বললাম, আদর করে ডেকেছি তো। আন্টি এবার খুশি, তাইলে ঠিক আছে। বাবলা ডোরেমন দেখে, দেখেই আসতেসে।

আমি জিজ্ঞেস করলাম ডোরেমন কি? আন্টি এবার বিরক্ত, তুমি ডোরেমন কি জিনিস জানো না? আমার ছেলেকে কি শিখাবা তুমি? আমি বললাম, আন্টি ফাইজলামি করে বলেছি তো! আমি ডোরেমন দেখি, আমার পুরা পরিবার ডোরেমন দেখে। (যদি ডোরেমন স্টার প্লাস আর এইচবিও তে হয়ে থাকে আরকি :p) আন্টি খুশি। বললেন, আমার ছেলেটা একদম নবিতার মত। আমি সবজান্তার ভঙ্গিতে বললাম, ওয়াহ, মাশাল্লাহ ছেলে আপনার, আপনার ছেলেকে পড়াতে পেরে আমার ১৪ গুষ্টি গর্বিত! আন্টি আবার আহত। ফাইজলামি কর? আমি অথৈ সাগরে।

ডোরেমনের নাম জীবনে প্রথম শুনলাম। নবিতা আমার কাছে উএফও। উফফ! আমি বললাম, আরে কি যে বলেন আন্টি, নবিতা কত ভাল সবাই সেইটা বুঝে না তো! আপনি জানেন, বিল গেটস এর ফেভি কার্টুন ছিল ডোরেমন? আন্টি খুশিতে আত্মহারা। বাবা বোস! আমি নাস্তা নিয়ে আসি। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম! একটু পরে আন্টি এলেন।

সাথে নাস্তা নাই। বললেন, বাবা তুমি তো জানোই আজকে ডোরেমনের মুভি হয়, রোববার না? বাবলুকে কাল থেকে পড়িও। জ্বি আন্টি, ঠিক ঠিক, আমারো তো দেখতে হবে, ইসস, ভুল হয়ে গেছে। আন্টি বললেন, ঠিক আছে বাবা, আজ আস তাইলে। আমি হাবলুর মত হেসে বিদায় নিলাম।

রাস্তায় নেমে পড়লাম বৃষ্টিতে। একটু দূরে যাবার পর দেখলাম, একটা ছোট্ট ছেলে, খালি গায়ে এই সন্ধ্যায়, হাতে ময়লার ব্যাগ নিয়ে ঘুরছে। একটা কথা হঠাৎ মনে হল। আজ শিশুদের জন্যে বিনোদনের জন্যে ব্লগে তোলপাড় শুরু করেছেন, এদের জন্যে কি কখনো কোন আন্দোলনে গিয়েছেন? বড়ই সাধুবাদ। মনে হল, টিউশানি করা আমার কম্ম না।

তারচাইতে কি জানি লেঞ্চার না ল্যান্সার, সেইটা গুঁতানোই আমার জন্যে ভাল। হাজার হোক, হাবলাদের মধ্যে তো আমিও পড়ি! (কাল্পনিক, বাস্তবের সাথে মিল নাই) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.