আমাদের কথা খুঁজে নিন

   

গজাচিখুড়ী ২

যা ইচ্ছা হয় লিখি রাস্তা দিয়ে যাওয়ার সময় ডেইলী তিনটা কুকুর ঘেউ ঘেউ করে। আমাকে দেখলে তো কথাই নাই। জিভ বের করে দেয়। আমি ঠিক করেছি আজকে ওদের দেখলে আমিও জিভ দেখায় দিব। নাহি ভয় নাহি সংশয়! বাড়ি থেকে বের হলাম।

আর দুহাত গেলেই তিনমূর্তিকে দেখা যাবে। আমি দু'হাত চলে এসেছি। কুকুর তিনটার দেখা নাই। আমি ঠিক বুঝতে পারলাম না, অন্যান্য দিন বের হওয়ার সাথে সাথে তিনটাই এসে জিভ দেখায়ে যায়। আজ কি হল! আমি পাশের গলিটাতে ঢুকলাম।

তিনটা কুকুরের একটাও নাই। তবে কি অন্য কোথাও বাসা ভাড়া নিল? থুক্কু প্রস্থান করল? আমি আজ সঙ্কল্প বদ্ধ। আজ জিভ দেখাবোই। এই তিনটা না পারি, অন্য যে কুকুরই দেখি, তারেই জিভ দেখাব। আমি সামনে হাঁটা দিলাম।

হাঁটি আর হাঁটি। কুকুরের দেখা নাই। ব্যাপার কি ভাই। আজকাল কি কুকুরেরাও হরতাল ধর্মঘট ডাকে নাকি? ওরে খোদা! শাহবাগের সামনে এসে পড়লাম। হঠাৎ ঘেউ ঘেউ! পরিচিত আওয়াজ!সামনে পুলিশের গাড়ি ছাড়া আর কিছু নাই।

আজকাল কি গাড়ির হর্ণ এর আওয়াজ এরকম নাকি? দেখতে হয়! সামনে এগোতেই চোখ ছানাবড়া। পুলিশের গাড়িতে নেট। নেটের পিছনেএত্ত গুলা কুকুর। আর তাদের নেতা তিন মানিক থুক্কু সেই তিন কুকুর। পাশের পথচারীরা আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিল।

কোন এক সাংসদ নাকি রিসেন্ট হরতাল দেখে বলেছেন, যারা এগুলা করছেতাদের আমি চিনি। সবগুলা কুত্তা! সেই সাংসদের ব্যাপক ইনফ্লুয়েন্স। তাঁর সোর্সে পুলিশ রাজধানীর সব কুকুরকে ধরে ফেলেছে। পুলিশের মন্তব্য, তারা তাদের কাজ করেছে। দেশ এখন নিরাপদ।

আমি যখন এইটা শুনে বাকহারা, কুকুর তিনটা সেটার চান্স নিল। যথারীতি জিভ দেখানো আর ঘেউঘেউ। আর আমি জিভটা কাদের দেখাব সেইটা নিয়াচিন্তা করতে করতে ধ্রাম... ইয়েস! আমি জানতাম! ইন্ডিয়ান বাংলা সিরিয়ালের মত স্বপ্ন দেখছিলাম। ব্যাপারটা আদৌ ঘটে নাই। তবে একটা জিনিস তো জেনে গেছি - জিভটা কাদের দেখাতে হবে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.