আমাদের কথা খুঁজে নিন

   

পলাতক সাহস

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড অন্ধকারে তপ্ত অরণ্যে সহসা আমার সাহস আমাকে ফেলে হায়েনার ছদ্মবেশে পালালো দ্রুত, তমশায়; আমি বড় অসুন্দর হয়ে রাত্রির গহীনে পশুর ঘ্রানমাখা পথে অসংখ্য দারুচিনি স্বপ্নে বিভোর হয়ে পলাতক সাহসের সন্ধানে চললামঃ এ যেন ক্রমশ ক্ষয়ে যাওয়া হৃদয়ের দারুন ব্যবচ্ছেদ ঝর্ণার ফাটলে আটকে পড়া হাঙরের ছানা, অপ্রাপ্তবয়স্ক এবং নতজানু। তাহলে সাহস হারানো মানেই কি নপুংস হয়ে উঠা হৃদয়কে বুক থেকে তুলে এনে মগজ দেখানোর অভিজ্ঞান হেমন্তকে বলে দেওয়া শীত আসবেই আষাঢ়ের পর (নাকি কবিতায় লেখা যায় আরও ঢের পঙক্তিমালা সাজানো দুপুর, সন্ধ্যাবেলা চারদিকে সব সাহস ছাড়া মানুষগুলো বড় বেয়াড়া) তবুও আমি এক অপার্থিব জোছনার অপেক্ষায় যে জোছনায় আবারও আমার জন্মহীন সাহস ফিরে আসবে আমাকেই ভালবেসে অভিনীত রুপা চাঁদ উদ্বেজিত জ্বালা ধরাবে অরণ্যে সেদিন মৃত্যুকেও ভয় পাবো না আর।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।