আমাদের কথা খুঁজে নিন

   

পলাতক

দ্রোহ আর বিদ্রোহের ফিনিক্স

দিনটি ছিল তাঁর জন্য ধার্য করা ফুরফুরে রঙ্গীন একটি দিন আমাদের কথা ছিল শান্ত জলের ধারে, বিশাল বৃক্ষ যেখানে ছায়া ফেলে ঠিক সেইখানটায় আমরা বসবো জলের উপর তাঁর ছায়া ক্ষুদ্র তরঙ্গে নাচবে, দীর্ঘক্ষন একরাশ অবাধ্য চুল, তার মুখের একপাশ আড়াল করে, আমাকে আরও উন্মত্ত করে তুলবে একটা দুষ্টু কাঁচ পোকা উঠে আসবে তার আঁচল বেয়ে, অলক্ষে আমি ঈর্ষান্বীত হাতে ওকে ছুড়ে দেবো দূরে একটা লাল রঙা বখাটে ফড়িঙ বারবার দেখে যাবে আমাদের আমি বিরক্তি ভরে তাড়িয়ে দিলেও আবারো আসবে তার আকর্ষনে আমাদের নির্ভৃত আলাপচারিতায় চুপ করে গেলেই বৃক্ষ একটি দু'টি পাতা ঝরিয়ে প্রকাশ করবে অসহিষ্ণুতা আমি মূহুর্তেই ক্ষমা করে দেব তার নির্লজ্জ আড়ি পাতার অপরাধ সবুজ পাতায় পিছলে আসা রোদ হানা দেবে আমাদের একান্ত গোপনীয়তায় আমি দু' হাতে তার মুখ তুলে অনন্ত চুম্বনে আড়াল করে দেব সূর্যকে দিনটি ছিল তার জন্য ধার্য করা তবুও ঘরে বসেই কাটিয়ে দিলাম ফুরফুরে রঙ্গীন একটি দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।