আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষায় কম্পিউটার সিকিউরিটির অনলাইন কোর্স - যন্ত্রগণক ডট কমে সবাইকে স্বাগতম

জাদুনগরের কড়চা বহুদিনের একটা স্বপ্ন ছিলো, বাংলা ভাষায় কম্পিউটার বিজ্ঞান চর্চার বিকাশ ঘটানোর জন্য কাজ করবো। এই স্ব্প্নের ধারাবাহিকতায় জন্ম নিয়েছে আমার সাইট যন্ত্রগণক ডট কম। আর আজ থেকে এই সাইটে শুরু হলো কম্পিউটার সিকিউরিটির উপরে একটি অনলাইন কোর্স। বিস্তারিত জানতে ও কোর্সে নিবন্ধিত হতে হলে এখানে দেখুন । বাংলা ভাষায় কম্পিউটার নিরাপত্তার অনলাইন শর্ট কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি।

নিজের ভাষায় বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই, অথচ বাংলা ভাষায় কম্পিউটার বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখা কমই আছে। আমার বহু দিনের স্বপ্ন ছিলো, বাংলা ভাষায় কম্পিউটার বিজ্ঞানের নানা বিষয় সহজবোধ্য করে উপস্থাপন করবো। এই আশাকে বাস্তবে রূপ দিতেই জন্ম হয়েছে যন্ত্রগণক ডট কম সাইটের। এই সাইটের পেছনের স্বপ্নগুলো সম্পর্কে জানতে হলে এখানে দেখুন। যন্ত্রগণক সাইটের প্রথম অনলাইন কোর্স হিসাবে শুরু করছি কম্পিউটার সিকিউরিটি ১০১।

কম্পিউটার এবং ইন্টারনেট আজ আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। সেজন্যই এর নিরাপত্তা সুনিশ্চিত করাটা খুব জরুরি। নিরাপত্তা বা সিকিউরিটি অবশ্য নতুন কোনো ব্যাপার না — হাজার বছরের মানব সভ্যতায় আবহমান কাল থেকেই জান, মাল, ও তথ্যের নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তা করতে হয়েছে। ইন্টারনেট ও কম্পিউটারের যুগে সেই সমস্যাগুলো তো আছেই, তার পাশাপাশি যুক্ত হয়েছে নতুন অনেক নিরাপত্তার সমস্যা। “বাঁচতে হলে জানতে হবে”, এই কথাটা কম্পিউটার সিকিউরিটির ক্ষেত্রে খুব ভালো করে খাটে।

আমাদের ব্যাংকিং, ব্যবসা, চিকিৎসা এর সব কিছুই আজ কম্পিউটার পরিচালিত, ফলে দেশ বিদেশের নানা অপরাধীরা আজ মন দিয়েছে এসব সিস্টেমের নিরাপত্তা বানচাল করে দিয়ে তাদের কার্য সিদ্ধি করতে। কম্পিউটার নিরাপত্তার মূল ধারণাগুলো তাই সবার জানা দরকার। এই কোর্সটি কিন্তু আম জনতার জন্য বানানো। মানে এই কোর্সে কম্পিউটার সিকিউরিটির উপরে জানতে হলে আপনাকে কম্পিউটার বিজ্ঞানের ছাত্র হতে হবে না। এমনকি বিজ্ঞানের ছাত্র বা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবারও দরকার নাই।

এখানে কম্পিউটার নিরাপত্তার মৌলিক বিষয়গুলো আলোচনা করা হবে খুব সহজ, নন-টেকনিকাল ভাষায়। কোর্সটি একটি অনলাইন শর্ট কোর্স। আগামী ৪ সপ্তাহ ধরে এটি চলবে। সব লেকচারি এই সাইটে দেয়া হবে, তার সাথে সাথে লেকচারগুলোর বিভিন্ন অংশের ছোট ছোট ভিডিও ইউটিউবে দেয়া হবে নিয়মিতভাবে। কোর্সটিতে নিবন্ধন করতে হলে এখানে ক্লিক করুন।

অবশ্য কোর্সটি হতে উপকৃত হতে হলে নিবন্ধনের দরকার নাই, তবে সেটা করলে আপনি নিয়মিতভাবে কোর্সের লেকচার ও অন্য সব ব্যাপারে ইমেইলে আপডেট পাবেন। আর তার পাশাপাশি কোর্সের প্রতি লেকচারে থাকা কুইজ বা হোমটাস্ক জমা দিয়ে নিজের শেখাটা যাচাই করে নিতে পারবেন। কোর্সটির প্রতিটি পাঠ ইচ্ছা করেই খুব ছোট রাখা হয়েছে, যাতে করে অল্প সময়ে (৫-১০ মিনিট) আপনি সেই পাঠটির লেকচার দেখা ও পোস্ট পড়তে পারেন। পাঠ্যসূচীতে থাকবে কম্পিউটার সিকিউরিটির মৌলিক সব বিষয়ে সহজবোধ্য আলোচনা। কোর্সের বিস্তারিত তথ্য পাবেন এখানে।

কোর্সটি শুরু হচ্ছে আজ থেকে, চলবে আগামী ৪ থেকে ৫ সপ্তাহ ধরে। প্রথম লেকচারটি আগামীকাল ভিডিও ও লেকচারশীট এবং কুইজ সহ পোস্ট করা হবে। নিবন্ধন করুন, এবং চোখ রাখুন এই সাইটে। আসুন, বাংলা ভাষায় ছড়িয়ে দেই জ্ঞানের আলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.