আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবার জুমুয়ার খুতবা পাঠ করবেন খতীব সাহেব; আশ্চর্য!!! ভারতে আইপ্যাড’র মাধ্যমে খুতবাপ্রদান!!!!!-খুতবা হবে আরবী ভাষায়; আশ্চর্য!!! ভারতে ইংরেজি ভাষায় খুতবাপাঠ........শরীয়তে এই বিষয়ে সঠিক দিকনির্দেষণা কি? কেউ বলবেন কি? প্লিজ.........

আমি জাতির আধার রাতের আলো... আধুনিক প্রযুক্তির আইপ্যাড’র মাধ্যমে ভারতের একটি মসজিদে খুতবা প্রদান হচ্ছে। ভারতের হায়দারাবাদের বানজারা হিলস এলাকার একটি মসজিদে ব্যবহার করা হচ্ছে আধুনিক এই প্রযুক্তি। জুমুয়াবার (শুক্রবার) নামাজে আইপ্যাড ব্যবহার করে আরবীর পরিবর্তে ইংরেজি ভাষায় খুতবা দেয়া হচ্ছে। এ মসজিদে আইপ্যাড ও স্মার্টফোন ব্যবহার করে ইসলামি বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ ও কোরআন পড়ার সুবিধাও রয়েছে। এছাড়াও মসজিদের মুসল্লিদের বরাতে টিওআই জানিয়েছে, ছোট এই মসজিদে স্মার্টফোন, আইপ্যাডের পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে নামাজ আদায় করার জন্য এয়ারকন্ডিশনারের ব্যবস্থা করা হয়েছে।

মসজিদটিতে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি বিভিন্ন পেশাদার কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়া হয়। আরবীর পরিবর্তে ইংরেজিতে খুতবা দেয়ার কারণে বিভিন্ন বিদেশি শিক্ষার্থীও শুধুমাত্র রোজার মাসে এই মসজিদে আসেন। মসজিদটিতে প্রতি শুক্রবার ৪০০ জনেরও বেশি মানুষ জুমার নামাজ আদায় করেন। এর মধ্যে গড়ে প্রায় ১০০ জন নারী-মুসল্লিও উপস্থিত থাকেন। মসজিদ কর্তৃপক্ষের ভাষ্য, ধর্মীয় নির্দেশনার প্রথম ধাপটিই হচ্ছে যোগাযোগ।

আর এই কাজটিই শুরু করা হয়েছে মসজিদটিতে, মুসলমানদের ধর্মীয় দায়িত্ব পালন ছাড়াও নিজেদের বুঝতে যা সাহায্য করতে পারে। মসজিদটির ইমাম ও খতিব মির্জা ইয়াওয়ার বেগ জানান, ‘যোগাযোগ বাড়ানোর পূর্বশর্তই হচ্ছে জ্ঞানের দাওয়াত পৌঁছে দেয়া। এ কারণে ভাষা ও প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। ’ খতীব সাহেবের পরিবর্তে আইপ্যাড’র ব্যবহার! এবং জুমুয়ার খুতবা পাঠে আরবীর ভাষার পরিবর্তে ইংরেজিতে খুতবা পাঠ বিষয়ে শরীয়তে সঠিক দিকনির্দেষণা কি? কেউ বলবেন কি? প্লিজ.........  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।