আমাদের কথা খুঁজে নিন

   

কাজলের কালোর মায়া

একাকীত্বে সুর আছে, আমি সেই সুরে গান বাঁধি। আমার এই কালো চোখ আমাকেই পোড়ায় মোটা ফ্রেমের আড়ালে আমার অশ্রু ঝরায় তবু মাঝে মাঝে ইচ্ছে করে এই চোখটাকে সাজাতে কাজলের কালো আঁচড়ে একটা বক্ররেখা আঁকতে। মাঝে মাঝে ইচ্ছে করে খোলা চোখে তাকাতে ভারী কাঁচের প্রটোকল আর ভালো লাগেনা তার চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে দেখো, আমার চোখ কত সুন্দর তোমার জন্য কাজল মেখেছি পুরো চোখ জুড়ে আমার মনের দেশে পৌছে যাবার রাস্তা এঁকে দিয়েছি। তোমাকে বলা হয়না কিছুই, রাখা হয়না চোখে চোখ আমার বিষন্ন বিকেলগুলো অসহায় রোদের মত করে তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে সন্ধ্যার অন্ধকারে মুখ লুকায়, আর আমার কান্না- আমাকে কাঁদিয়ে, আমার লুকিয়ে মাখা কাজল লেপ্টে দিয়ে আমার চশমার কাঁচ আরো ঝাপসা করে দেয়। আমি কাজলের কালোতে হারাতে চাই আমার কাজল কালো চোখের মনির চারপাশটায় কাজলের কালো রেখা এঁকে দিয়ে জীবনটাকে করতে কাজলের কালো মায়ামাময়। (ব্লগার অপরিনীতা আপুর কাজলের কালোর মায়া লেখাটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেলো। তাই কবিতা লিখলাম। আশা করি, আপু রাগ করবেন না।)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.