আমাদের কথা খুঁজে নিন

   

কাজলের দিনরাত্রি প্রদর্শিত

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এ  স্মরণসভার অংশ নেন জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, সংগীত পরিচালক লাকী আকন্দ, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য শাহজাহান মৃধা বেনু, পর্বতারোহন প্রশিক্ষক মীর শামসুল আলম বাবু, অভিযাত্রী তারেক অনু, এভারেস্টজয়ী এমএ মুহিত এবং নিশাত মজুমদার। এতে সভাপতিত্ব করেন পাখি পর্যবেক্ষক ও অভিযাত্রী ইনাম আল হক।   

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত পবর্তারোহী সজলের স্ত্রী তাহমীনা খাল শৈলী ও শিশুপুত্র সুস্মিত হোসেন এবং পরিবারের সদস্যবৃন্দ।
সজল খালেদের স্মৃতিচারণায় মুহম্মদ জাফর ইকবাল বলেন, “সজল ছিল একাধারে লেখক, সংগঠক, চলচ্চিত্র নিমার্তা ও পবর্তারোহী। একজন মানুষের একসঙ্গে এত গুণ সত্যিই বিরল।



সজলের অকালমৃত্যুর জন্য নেপাল মাউন্টেইনারিং এসোসিয়েশনকে (এনএমএ) দায়ী করে তিনি বলেন, “ফি বছর এনএমএ পবর্তারোহীদের থেকে মোটা অঙ্কের ফি নেয়। কিন্তু তাদের সেবার মান খুব নিম্নমানের। এছাড়াও সজলের মৃত্যু নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কের ঝড় উঠেছে। এ বিষয়ে আন্তজার্তিক তদন্ত হওয়া দরকার। ”
এরপর এমএ মুহিত ও নিশাত মজুমদার সজলের সঙ্গে পর্বতারোহনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.