আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটা স্যাম্পল লোগো তৈরী করলাম...

Stil Alive - অহনো বাঁইচ্চা আচি! ওডেস্কে কয়েকদিন থেকে ঘুরঘুর করছি লোগো ডিজাইনের কাজ পাওয়ার জন্য, কিন্তু নতুন বলে কেউ পাত্তা দেয় না! ওরা সবসময় চায় অভিজ্ঞতা, ফিডব্যাক স্কোর, এই সেই হ্যান ত্যান কত কিছু! প্রায় সব ক্লায়েন্টই আবেদনের সাথে স্যাম্পল জমা দিতে বলে। তাই আবেদন করতে করতে কিছু স্যাম্পলও তৈরী করে ফেলেছি। ফটোশপ ও ইলাস্ট্রেটরের জগতে নতুন, তাই ভুল-ভ্রান্তি মার্জনীয়। পরামর্শ ও সমালোচনা সাদরে গ্রহণযোগ্য। Active 4 A-T (একটি সামাজিক সচেতনতামুলক সংগঠন; ডিজাইনের পরে খেয়াল করলাম Nike এর কপি হয়ে গেছে। ) Drinity Softwares (P) Ltd. (একটি ইন্ডিয়ান সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান) Human Rights Organization, Bangladesh (ইহা কল্পনাপ্রসূত একখানা সংগঠন) Rainbow Community - (এই নামে কোন কোম্পানী/সংগঠন আদৌ আছে কিনা এই অধমের জানা নেই, থাকলে কর্তৃপক্ষ দায়ী নহে। সবই কল্পনাবিলাসী মস্তিষ্কের অবদান ) Secret Discount Codes - (একটা জব পোস্টিং দেখেছিলাম এই নামে, তারপর আবেদন করার সময় এইটা ডিজাইন করে স্যাম্পল হিসেবে দিয়েছি কালকে। আপডেটকৃতঃ ডিজাইন করার সময় অবচেতন মন ক্যান যেন লাল-সবুজ রঙ ব্যবহারে প্ররোচিত করে সবসময়। একই রঙ বারবার ব্যবহৃত হয়ে থাকলে সকল দায় অবচেতন মনের। কষ্ট করে ব্লগ দেখার জন্য ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.