আমাদের কথা খুঁজে নিন

   

আজিজ সুপার মার্কেটের ভাড়াটিয়া ব্যবসায়ীদের মানববন্ধন

আজিজ সুপার মার্কেট। ঢাকা শহরের অতিপরিচিত একটি মার্কেট, যা ইতিপূর্বে সাংস্কৃতিক অঙ্গনের লোকজনের আনাগোনা আড্ডাতে মুখরিত ছিল কিন্তু বর্তমানে শুধুই টি-শার্ট, গেঞ্জিসহ নানাবিধ দেশীয় সংস্কৃতিবান্ধব পোশাকের মার্কেটে পরিণত হয়েছে। হাতে গুনা দুএকজন পুরানো ব্যবসায়ী কোনরকমে এখনো টিকে আছে, শুধু নতুন নতুন মুখ, যাদের টাকার দাপটে পুরানোদের যে দুএকজন এখনও আছে খুব দ্রুতই তাদের বিদায় হতে হবে। নতুনদের কোন একজনের কাছে শুনেছি, সে মার্কেটের একজন দালালকে ২০,০০০/- টাকা দিয়েছে একটি দোকান মালিকের ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করে দেওয়ার জন্য। যেখানে দু বছর আগেও দোকানের ভাড়া ছিল ২৫০০-৪০০০/- টাকার মধ্যে এবং এডভান্সড ছিল সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত।

আর এখন মালিক পক্ষকে ফ্রি অফার (১০,০০০-২০,০০০ টাকা ভাড়া)। যেখানে কয়েক বছর আগে ৫ লাখ টাকায় দোকান বেচাকেনা হতো এখন ১০ লাখ থেকে ২০ লাখ টাকা শুধু এডভান্সড। এরকম পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী সেটা খুজে বের করা দরকার। ১২/১৪ বছর একটা দোকানে ব্যবসা করে তারপর অশ্রুভেজা চোখে মার্কেট থেকে অনেক ব্যবসায়ীই চলে গেছে। কে কার জন্য কাদবে, কার এত ঠেকা পড়ছে।

এখন নতুন নাটকের মহরা শুরু হয়েছে, হয়তো এর দ্বারা কতিপয় স্বার্থন্বেসী দালাল বা ব্যক্তিবর্গ সুবিধা লাভ করবে কিন্তু বঞ্চিত হবে বেশীর ভাগ ভাড়াটিয়া ব্যবসায়ী। আজ অনুষ্ঠিত হয়েছে ভাড়াটিয়া স্বার্থ সংরক্ষণ পরিষদের মানববন্ধন কর্মসূচি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। দোকান মালিকদের অনৈতিক অযৌক্তিক ভাড়া বাড়ানো বন্ধ হউক, সিটি কর্পোরেশনের এলাকাভিত্তিক ভাড়া আইন কার্যকর হউক কিন্তু আন্দোলনের নামে মার্কেটে নতুন দালালচক্রদের দ্বারা ভাড়াটিয়া ব্যবসায়ীরা নতুনভাবে নির্যাতনের নিপিড়নের শিকার হউক এটা চাই না, ভাড়াটিয়া ব্যবসায়ীদের প্রকৃত উপকার হবে এমন শান্তিপূর্ন কর্মসূচিতে একাত্ত্বতা প্রকাশ করছি। নতুন নেতৃবৃন্দের মধ্যে দুএকজনকে দেখেছি যারা ইতোমধ্যে বেশী এডভান্সড বেশী ভাড়া দিয়ে পুরানো ব্যবসায়ীদের উচ্ছেদকারীদের অন্যতম নায়ক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।