আমাদের কথা খুঁজে নিন

   

আজিজ বচন'

অবসরের আড্ডা!!!

পুরো নাম এমএ আজিজ। দেড় বছর ধরে ছিলেন সিইসি পদে। তার হাস্যকর কথাবার্তা ছিল মানুষের নিত্য হাসির খোরাক। এসব কথাবার্তার সংক্ষিপ্ত আয়োজন 'এ আজিজ বচন'। 23 মে, 2005: (ইসিতে যোগ দিলেন বিকাল সাড়ে 5টায়) আই অ্যাম নো বডিস ম্যান, আই অ্যাম এভরি বডিস ম্যান।

এই কাঁধ খুব ছোট, দায়িত্ব অনেক (সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতে)। 12 জুন, 2005: (সিইসি এমএ সাঈদের 6 দফা সংস্কার প্রস-াব প্রসঙ্গে) এরকম বিদায়ের সময় শত শত প্রস-াব দিয়ে যাওয়া যায়। 30 জুলাই, 2005 : (নামসর্বস্ব রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠানে) এত রাজনৈতিক দল থাকলে দেশে উন্নতি হবে কী করে। আওয়ামী লীগ সংলাপে অংশ না নিলে আমি তো আর কাঁধে করে নিয়ে আসতে পারি না। 6 আগস্ট, 2005: (নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে বৈঠক) কে কী সিদ্ধান- দিল তা বড় নয়, ভোটার তালিকা নতুন হবে_ এটাই আমার সিদ্ধান-।

4 জানুয়ারি, 2006: (হালনাগাদের পক্ষে হাইকোর্টের রায়) এ রায় মানা বাধ্যতামূলক নয়। 8 জানুয়ারি, 2006: (অসুস্থতা শুরু) পুরনো কোমরের ব্যথা বেড়েছে। প্রতিদিন ডাক্তারের কাছে যাচ্ছি। 23 জানুয়ারি, 2006: (ট্রয়কা প্রতিনিধি দল সাক্ষাৎ করতে চাইলে) সিইসি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের 312 নম্বর কেবিনে। রাতে থাকেন বাসায়।

ভোরে এসে উঠেন কেবিনে (বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ)। রোগ_ চোখে ছানি, পায়ে ব্যথাসহ 8টি। 28 জানুয়ারি, 2006: (পদত্যাগের দাবি প্রসঙ্গে) পদত্যাগের প্রশ্নটিই অবান-র। আমি সাংবাদিক হলে কোন প্রশ্নই করতাম না। 15 কোটি লোকের 15 কোটি মত থাকতে পারে।

পদত্যাগের প্রশ্নটি আনলাইসেন্সড কোয়েশ্চেন। এটা কী নিউজ উৎপাদনের ফ্যাক্টরি। যদি বলি আমার দিল খোলা। তাহলে কী আমার কলিজা কেটে দেখাতে হবে। নাজমুল হুদা ছাতা সরিয়ে নিলে বৃষ্টি বা রোদ লাগবে।

কিন' আমি আছি ইসির ছাদের নিচে। তাই আমি নিরাপদ। কোন রাজনৈতিক দল দাবি করলেই তো আর ইসি ছেড়ে দৌড় দিতে পারি না। 23 মে, 2006: (হালনাগাদের পক্ষে হাইকোর্টের রায় বহাল) শয়তান এবং মানুষেরই ভুল হতে পারে। 12 মে, 2006: ভোটার তালিকা হবে ওয়ার্ডে এবং ইউপিতে বসে।

1 জুন, 2006: (নিজের লক করা দরজা খুলে তিনতলার জনসংযোগ কর্মকর্তার কক্ষে এসে) প্রতিদিন যদি প্রশ্ন করেন আপনি কখন পদত্যাগ করবেন আমি কী বলব। (এই প্রতিবেদককে উদ্দেশ করে) এখন যদি আমি বলি আপনি পান খান কেন, লাল গেঞ্জি পরেন কেন? তাহলে এর কী কোন উত্তর আছে? ছবি তোলা আমার খুব পছন্দ। নিজেকে টিভিতে দেখলে ভালোই লাগে। উত্তম কুমার উত্তম কুমার লাগে। 19 জুলাই, 2006: ভোটার তালিকা হালনাগাদে ঘরে ঘরে যাওয়া হবে।

3 জুন, 2006: (সাংবাদিকদের) সিইসির রুমে কীভাবে প্রবেশ করতে হয় তাও জানেন না। 13 আগস্ট, 2006: (সুশীল সমাজের পদত্যাগের দাবি প্রসঙ্গে) সুশীল সমাজ! হাঃ হাঃ হাঃ। তাদের প্রসঙ্গে আমি আর নাইবা বললাম। পদত্যাগের দাবি রাজনৈতিক। সবাই আমার অধীনে নির্বাচনে অংশ নেবে।

17 সেপ্টেম্বর, 2006: পদত্যাগের প্রশ্নই ওঠে না। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। 28 অক্টোবর, 2006: (পদত্যাগ প্রসঙ্গে) সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন-ামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণী। আমার চিন-া শুধু ইলেকশন, ইলেকশন, ইলেকশন। 3 নভেম্বর, 2006: আমি মোটেও উদ্বিগ্ন নই।

বঙ্গভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না। 10 নভেম্বর, 2006: উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী আমার বাসায় যাননি। আবার বলবঃ 'আমার পদত্যাগ করার কোন ইচ্ছা নাই। '

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।