আমাদের কথা খুঁজে নিন

   

উল্টো আজিজ

অবসরের আড্ডা!!!

অনেক ব্যতিক্রমী কর্মকাণ্ডে আজিজের স্থান সর্বাগ্রে। ভোটার তালিকা হালনাগাদ না নতুন হবে তা নিয়ে রাজনৈতিক দলের সংলাপ ডাকা হয় 2005 সালের 28, 29 ও 30 জুলাই। ইসির ইতিহাসে এ ঘটনা প্রথম। 2005 সালের 6 আগস্ট ভোটার তালিকা নিয়ে বসে কমিশন বৈঠক। কিন' কোন কমিশনারের মতকে পাত্তা না দিয়ে সিইসির একক সিদ্ধান-ে নতুন ভোটার তালিকার কাজ শুরু হয়।

কোন সিইসির একক সিদ্ধান-ে ভোটার তালিকার কাজ শুরুর ঘটনাও এদেশে এই প্রথম। 4 জানুয়ারি হাইকোর্ট হালনাগাদের পক্ষে রায় দিলেও সিইসি রায় না মেনে নতুন তালিকার কাজ চালাতে থাকেন। কোন সিইসির রায় অমান্য করা এবং বিতর্কিত তালিকার মাধ্যমে 60 কোটি টাকা গচ্চা দেয়ার ঘটনাও এদেশে প্রথম। প্রথমে নতুন তালিকা, পরে অফিসে বসে তালিকা, সর্বশেষ ঘরে ঘরে যাওয়ার সিদ্ধান-_ ভোটার তালিকা নিয়ে এত নাটক অতীতে আর কখনও হয়নি। দুই সিনিয়র কমিশনার মুনসেফ আলী ও মোহাম্মদ আলী 19 এপ্রিল বিদায়ের দিনও সিইসির সাক্ষাৎ পাননি।

সৌজন্য সাক্ষাতের এমন ট্রাজিক অবস্থান আগে দেখা যায়নি। সর্বোপরি এত বিতর্ক, এত আন্দোলন, এত রক্তপাত এত সংগ্রামের মধ্যেও 'আমি উদ্বিগ্ন নই', 'পদত্যাগ কেন করব'_ এসব বক্তব্য দিয়ে সিইসি বুঝিয়ে দিয়েছেন তিনি স্বাভাবিক নয়। একটু উল্টোই। তাই অনেকের মতেই তিনি উল্টো আজিজই বটে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।