আমাদের কথা খুঁজে নিন

   

অভিনেত্রী হওয়ার উপায়?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। সূত্রঃ http://www.prothom-alo.com/detail/news/267374 তারিখঃ ২১-০৬-২০১২ স্বর্ণা একজন মঞ্চ ও টেলিভিশন অভিনয় শিল্পী। ২০০৬ সাল থেকে নাট্য চর্চা করছেন, এবং "প্রাচ্যনাট্য" নামের একটি গ্রুপে কাজ করছেন। খুব যে জনপ্রিয় ছিলেন কিছু কাল আগেও, তা কিন্তু নয়। আফসানা মিমির কাছের মানুষ নাটকে অভিনয় দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু।

শুরুটা হলেও এ কাজটি ওই সময় আর নিয়মিত করেননি। একটা সময় তিনি ভাবলেন এখানে নিয়মিত কাজ করা গেলে নানা ধরনের আরো বেশী অভিনয় করা লাগবে। তা হলে নিজেকে তৈরি করা যাবে। অভিজ্ঞতাও হবে। এই জায়গাটাকে আরও পাকাপোক্ত করতে তিনি ২০০৯ লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার প্রতিযোগিতায় নাম লেখান।

চূড়ান্ত পর্বে শীর্ষ দশের তৃতীয় স্থানটি দখলে নিয়ে তিনি হয়ে যান লাক্স চ্যানেল আই সুপারস্টার। এ ব্যাপারে স্বর্ণার যুক্তি, ‘লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় আসার কারণ ছিল মিডিয়ায় নিজের ক্ষেত্রটা আরও প্রসারিত হবে, বয়ে আনবে সম্মান। ’ হয়েছেও তা-ই। সুপারস্টার হওয়ার পরপরই টেলিভিশন নাটকে তাঁর পথ হয়েছে মসৃণ। একে একে অভিনয় করেছেন ফ্যাশন, উপসংহার, গ্রন্থিকগণ কহে, লালছাতা, ভবিষ্যতের স্মৃতি, পেন্সিল হিল, সামান্তা, প্রভৃতি নাটকে।

আসুন বরণীয়দের অনুকরণ করে আমরাও কিছু করা চেষ্টা করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.