আমাদের কথা খুঁজে নিন

   

অভিনেত্রী

‍প্রেম নয় কবির অন্বিষ্ট হলো বিরহ ।/ কিন্তু বিরহ দুর্লভ বড়, প্রেমের ওপারে থাকে সে ।/ তাই কবিকেও প্রেমে পড়তে হয়,/ অবশ্য তা প্রেমের জন্য নয়-/ একদিন বিরহকে কাছে পাবে বলে । ...নির্মলেন্দু গুণ । তোমার অভিনয়কে ভালোবাসা মনে করে ভুল করেছি তাই আজ তোমার ওই পথ থেকে দূরে সরে এসেছি । নিখুঁত অভিনয় কর তুমি, আমি নিজ চোখে দেখেছি এ জগতের এক শ্রেষ্ঠ অভিনেত্রী তুমি, আমি মেনেছি । তোমার বলা প্রতিটি মিথ্যে কথাকে সত্য বলে জেনেছি ‘ভালোবেসে কেউ সুখী নয়’ গানের মানে আজ বুঝেছি । বন্ধু আমার, বিশ্বাস কর ! সত্যি বলছি— আমাকে দুঃখ দিয়েছ ভুলে গেছ তাতে কোনো দুঃখ নেই তবু তুমি সুখী হতে পারনি, আমার দুঃখ সেখানেই । ২০ জুলাই ২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.