আমাদের কথা খুঁজে নিন

   

ফতোয়া...

হেঁটে হেঁটে যতদূর চোখ যায় একবার হয়েছে কি এক পীর বাবা একদা গিয়েছে তার এক মুরিদের বাড়িতে। পীরের আগমনে সেদিন ওই বাড়িতে বিশাল খানাপিনার আয়োজন হইল। ব্যাপক খাইয়া ঢোল হইয়া পীর গেলেন ঘুমাইতে। তখন শীতকাল। মাঘের শেষ।

পারলে তখন বাঘে মোষে এক কাঁথার নিচে থাকে! কিন্তু রাত্রিবেলা ঘুমানোর সময় ওই মুরিদ পীর বাবাকে কোন কাঁথাই দিল না। ব্যাপারখানা কি? পীর বাবা হুংকার দিলেন। মুরিদ কাচু মাচু হইয়া বলিল, বাবা গত বর্ষার মাহফিলে তো আপনি বলেছিলেন যে কোন মেয়েছেলের হাতে সেলাই করা কাঁথা আপনি গায়ে দেন না। আমার ঘরের সব কাঁথাই আমার বউ সেলাই করেছে তো তাই ... পীর বাবা মনে মনে ভাবিলেন, খাইছেরে ক্যামতে কি... শেষে একটু ভাবিয়া আদেশের সুরে বললেন, তখন তো ছিল বর্ষাকাল আর এখন শীতকাল। বর্ষার ফতোয়া শীতকালে তো চলিবে না।

যাও কাঁথা নিয়া আসো... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।