আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষার বর্ষন ।

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । বৃষ্টি ভেজা এই বর্ষনে, মন হারিয়ে যায় কোন দিকে । প্রাকৃতির রূপে মোহিত হয়ে , মনত ছুটে যায় বর্ষার পানে ।

তখন আমি প্রশ্নকরি , বৃষ্টি তুমি যাও কোন কানে ? এই আসত এই চলে যাও , থাক একটু স্থাযি হয়ে । বৃষ্টির ছোযাঁয় দাও ভরিয়ে । পৃথিবীকে সুযলা সুফলা করে । কৃষকের মাঠ তুমারি অপেক্ষায় , ছিল কিছুক্ষন আগে । এই মাত্র তুমি তারে দিলে , পানিতে ভরিয়ে ।

কৃষকের মাঠ এখন যৌবনে উতলা , কৃষকত খুশিতে আত্ন হারা । ফলাবে ফসল সে মাঠেতে , বীজবপন করা শুরু করিল অনায়াসে । বৃষ্টি তুমারি কারনে, তার অপেক্ষার পাহাড় , পড়িল ধ্বসে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।