আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষার কাল



ওখানে আকাশ ছিল নীল, যেখানে পুড়েছিল আমাদের স্বপ্নের কালো বীজ সেখানে ধোঁয়ার কুন্ডলী উঠেছিল বাতাসের ভারি বুক চিরে, পোরা গন্ধে গা গুলিয়েছিল সবার। থরে থরে নীথর দেহ ঘিরে উৎসাহী মানুষের ভিরে সেই যে নির্বাক হয়েছিল সভ্যতা আজও সে তার কথা ফিরে পায়নি। সেখানে আকাশ ছিল নীল, যেখানে সমাধী তলে পড়েছিল কিছু কৃষ্ণচুড়া ফুল আর তার একপাশে মাটি খুঁড়ে স্তরে স্তরে গুছিয়ে রাখছিলে আমাদের দেহ, আমাদের স্বত্তা আর তোমাদের উদ্ধত তজনীর্র ছাপ প্রতিটি পরতে পরতে মিশে যাচ্ছিল তোমাদের নোনা ধরা নিঃশ্বাসের দুর্গন্ধ। এখানে আকাশ আজও নীল এখানে মাটির তলে সুপ্ত আজও আমাদের ফেলে রাখা স্বপ্ন বীজ যে বীজের চারা আজও কারও লাঙলের ঘায়ে মাথা তোলেনি মাটির নীচে আমাদের সেই অপেক্ষার কাল, একদিন শেষ হবেই যখন কোন অনাহুত, দরবেশের বেশে ঘা দিয়ে জাগবে আমাদের শরীর সেই অপেক্ষার কাল একদিন শেষ হবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।