আমাদের কথা খুঁজে নিন

   

সুস্বাস্থ্য ও চিকিৎসাসেবা জনগণের অধিকার

-------------------সুস্বাস্থ্য ও চিকিৎসাসেবা জনগণের অধিকার------------------ সুধী, জনগনের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তুলতে আগামী ২২জুন শূক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটরিয়ামে(কলা ভবন সংলগ্ন লেকচার থিয়েটার ভবন)দিনব্যাপী এক প্রতিনিধি সভা অনু্ষ্ঠিত হবে। এই প্রতিনিধি সভা থেকে সংগঠন ও আন্দোলনের কর্মসুচি গ্রহণ করা হবে। সভায় আপনি আমন্ত্রিত। ডা:ফয়জুল হাকিম আহ্বায়ক জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। ------------------------------------------------------------------- শ্রমিক কৃষক মধ্যবিত্ত শ্রমজীবী জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে আওয়াজ তুলুন: #ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেলসহ ৮টি সরকারি মেডিকেল কলেজকে ইউনিভার্সিটি করার নামে বেসরকারীকরণ চলবে না।

#বঙ্গবন্ধু মেডিকেলে বৈকালিক বিশেষগ্গ সেবা বিনামুল্যে দিতে হবে। ইউজার ফি বাতিল কর। #সকল সরকারি হাসপাতালে ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি করে ২৮ ঘন্টা উন্নত ও জরূরী চিকিৎসা দিতে হবে। #প্রাইভেট হাসপাতালে সেবার মান ও দাম নিয়ন্ত্রন করতে হবে। কমিশন ব্যবসা ,দুর্নীতি ও রোগী হয়রানী বন্ধ করতে আইন প্রয়োগ করতে হবে।

#গণবিরোধী স্বাস্থ্যনীতি বাতিল করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাংকের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এনজিওদের হাতে স্বাস্থ্যব্যবস্থা তুলে দেয়া চলবে না। #ঔষধের মান ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রন করতে হবে। -------------------জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ------------------------------- যোগাযোগ:০১১৯৫২০২১০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।