আমাদের কথা খুঁজে নিন

   

আসিফ মহিদ্দিনের বিদায়ী ব্লগের ভাষণ এবং আম ব্লগারদের ভাবনা।

আমাদের এক মহান ব্লগার আজ সামুকে বিদায় জানিয়ে চলে যাচ্ছেন। আমরা শোকার্ত, মর্মাহত। অনেকেই বিদায় বেলায় কিছু বলতে চাচ্ছেন কিন্তু মন্তব্য না নেয়াতে পারছেন না। আপনাদের বুক ফাটা আর্তনাদ হালকা করতে আমার এই পোস্ট । যারা এই মহা নায়কের প্রস্থানে শ্রদ্দাঞ্জলি জানাতে চান এই খানে মন্তব্য করুন।

মামার জন্য শ্রদ্ধাঞ্জলি কিছু স্থান সবসময়েই শূন্য রয়ে যায়, কিছু পথে কেউই হেঁটে যায় না, কিছু গল্প কখনোই বলা হয়ে ওঠে না, আর কিছু বেদনা আজীবন রয়ে যায় অব্যক্ত ... একটি বিদায়ী কবিতা "থাকবো নাকো সামুর ঘরে, দেখব এবার বিদেশটাকে কেমন করে হাগছে মগা মুক্তমনার পত্রিকাতে। এবার কোথাও হারিয়ে যাবার নেই মানা। এখন শুধু ভিসা অফিসে লাইন ধরা। সেক্যুলারিজমের প্রমাণগুলো কাজে লাগবে এখখওওওওন। ইমেইলগুলো প্রিন্ট করব যে কখওওওন।

আমি যে কখন বিমানে উঠব কে জানেএএএএএ। যখন পড়বে না মোর লাদির চিহ্ন এই সামুতে। তখন আমায় নাইবে গদাম দিলেএএএএএ কিন্তু আমি মাল্টি নিকে লেদিয়ে যাবোওওওও আমায় কেউ ধরতে পারবে নাকোওওওও" আহারেএএএএএএএ. সৌজন্যেঃ সবুজ ভীমরুল (যিনি আসিফ মাম্মার কাছ থেকে কবিতা লেখায় উৎসাহ পেয়েছেন) ব্যাথা অনেক ব্যাথা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.