আমাদের কথা খুঁজে নিন

   

প্রখ্যাত ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহতঃ আমি জানি না- কখন আমিও এই হামলার শিকার হবো... আসিফ তুমি সেরে ওঠো

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ আপডেটঃ হাসপাতালের কেবিনে তিনি একভাবে শুয়ে আছেন, নড়াচড়া করতে পারছেন না। শুভাকাঙ্ক্ষীদের দেখলে ইশারায় কাছে ডাকছেন, কিন্তু কোনও কথা বলতে পারছেন না। এছাড়া তিনি শুধুমাত্র তরল খাবার খেতে পারছেন। আসিফ মহিউদ্দীন এখন কেমন আছেন ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ গতকাল সন্ধ্যা ৮.৩০ টার দিকে তিনি বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

কর্মস্থলের প্রবেশের পূর্বে রিক্সা ভাড়া দেয়ার সময়, গেটে অপেক্ষারত তিন জন যুবক তাকে অতর্কিতে আক্রমণ করে। ঐ তিন জন যুবক প্রথমেই তার মুখ ঢেকে ফেলেছিল ও চাপাতির বাঁট দিয়ে তার চশমা ফেরে দিয়েছিল। যার কারণে তাদের তিনি চিনতে পারেন নি। তারা তাকে চাপাতি, ছুরি ও ড্যাগার দিয়ে পেছন থেকে আক্রমণ করে। একটি ছুরি আলামত হিসাবে থানায় মামলার আবেদন পত্রের সাথে যুক্ত করা হয়েছে।

তারা তার ঘাড়ে দু’টি, কাধেঁ দুটি, পিঠে দুটি ও তলপেটের নীচে একটি (মোট ৭টি) আঘাত করে, এরপর তারা পালিয়ে যায়। তিনি আহত অবস্থায় পার্শ্ববর্তী হাসপাতালে গেলে তারা তাকে ভর্তি করতে রাজী হয়নি। এরপর মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতারে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উক্ত হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ঘাড়ে অস্ত্রপচার করে ক্ষতগুলো জোড়া লাগানো হয়।

আসিফ মহিউদ্দিনের উপর হামলার প্রতিবাদে সমাবেশে যোগ দিন। আগামীকাল বুধবার, ১৬ই জানুয়ারি ২০১৩, বিকেল ৩:৩০ এ। জাদুঘরের সামনে। শাহবাগ মোড়।            ফেইসবুক ইভেন্ট এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ যাঁর কারণে সামু-কে চিনেছি।

যিনি এখন মৃত্যুর সাথে লড়ছেন- আমি তাঁর সুস্থতা কামনা করছি। ... পুরোটা বছর তাঁর আলোচনা/সমালোচনায় কেটেছে। হয়তো তিনি ধর্ম পছন্দ করেন না। হয়তো তিনি ভুল পথে আছেন (যদিও আমার বিশ্বাস- একদিন তিনি ধর্ম বিশ্বাস করবেন)। যিনি সম্ভবত ব্যস্ততার কারণে এখন আর সামুতে আসেন না।

কিন্তু তাঁর লেখনীশৈলী দারুণ। তথ্যপূর্ণ। যুক্তিময়। নিজের প্রতি তিনি চির আত্মবিশ্বাসী। তিনি আমার পছন্দের একজন।

কিছুদিন পূর্বে আমি তাঁকে একটি পোস্টে বর্ষসেরা আত্মবিশ্বাসী ব্লগার সম্মানে ভূষিত করেছিলাম। আজ তাঁর এই দূরাবস্থা - এই পরিণতি। কিন্তু কেনো? তিনি তো কাউকে আঘাত করেন নি। হয়তো তাঁর মতাদর্শ ভিন্ন। তাই বলে তাঁকে খুন করতে হবে।

অনেকেই বলছে- এটা স্বাভাবিক ঘটনা। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তারা আসলেই মূর্খ। কারণ- হামলাকারী তাঁর কাছ থেকে কিছুই নেয়নি বলে জানা গেছে। তাহলে কি এটা একটা পরিকল্পিত হামলা নয়? পাঠক- আপনার কি বলে মনে হয়? হুম... হতে পারে এটা ধর্মান্ধদের কাজ।

জামায়াতের কাজও হতে পারে। ওহে সংকীর্ণমনের ধর্মান্ধ - ধর্মপাপীরা! আসিফ মহিউদ্দীনকে মেরে তোমাদের কী প্রাপ্তি। আমিও তো একজন মুসলমান। কৈ? আমি তো কোরআন - হাদীসের কোথাও মানুষকে কষ্ট দেয়ার কথা পাই নি! এই কি তোমাদের ধার্মিকতা? ধর্ম কর্ম করে এটাই শিখেছো? নিজের ধর্মের তুমি এভাবেই পরিচয় দিচ্ছো? ধিক্ শত ধিক্ তোমাদের। প্রতিশোধই যদি নিতে চেয়েছিলে- চোরের মতো মুখ লুকিয়ে কেনো? আজ আমার কেনো যেন মনে হচ্ছে- আমিও নিরাপদ নই।

লেখালেখি করে এমন কেউই এই দেশে নিরাপদ নয়। এই সমাজ - এই শহর আজ কিছু চিল-শকুনের অভয়ারন্য। একটা মানুষ খুন হয়ে গেলেও পুলিশের খবর থাকেনা। যেই সমাজের মানুষ নিরাপদে চলতে পারে না - যেখানে প্রতিদিন অহরহ ধর্ষণ হচ্ছে - সেই সমাজের একজন সদস্য হিসেবে আমার নিজেকে বড়ো অসহায় অথচ অপরাধী মনে হয়। আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী।

তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.