আমাদের কথা খুঁজে নিন

   

ওরাও মানুষ

: :মাটির সাথেই সখ্য যাদের, ধুলোয় বসবাস! ক্ষুধার সাথেই যুদ্ধ যাদের, মমতাহীন চারপাশ! পেটের দায়ে- তপ্ত রোদেও ঘুরে যারা, আশ্রয়হীন শীর্ণ ঐ দেহ বেয়ে! বৃষ্টি এলেও ভিজে যারা, শুশ্রুষাবিহীণ ধরখানি শত অসুখ বাঁধিয়ে! পরনে ছেঁড়া বস্ত্র বেঁচে থাকার অদম্য ইচ্ছাই যাদের অস্ত্র! মলিন মুখগুলোতে থাকেনা হাসির রেখা কিন্তু তারাও তো মানুষ অধিকার আছে উড়তে মেলে পাখা! জন্ম থেকেই চির অবহেলিত ওরা! তবুও কী হয় মস্তিষ্ক আন্দোলিত? পথ-ঘাট ই ওদের রোজগার! দয়া জাগে কি মনে, করো যারা লাখ-কোটি টাকার কারবার! নিয়েছো কি খবর? দেখিয়েছো তো শুধু ব্যস্ততার অজুহাত! আজ না হয় কাল ডাকছে কবর- কী করেছো,তুমি যে আশরাফুল মাখলুকাত? তবে এসো এবার মন করি আর্দ্র- কাধে মেলাই কাধ। খাঁটি গরীবের হাজার হাতের মাঝে সামিল করো তোমারও দুটি হাত, পথের ঐ নিষ্পাপ শিশুদের মাঝে সুখ বিলাবো, আনবো উজ্জ্বল হাসির প্রভাত।।: :

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.