আমাদের কথা খুঁজে নিন

   

ওরাও ত মানুষ !!!!!!!!! আসুন আমরা ওদের পাশে দাড়াই !!!!!!!!!!!!

নিজেকে জানুন................

মানুষের পরিচয় কিসে ? টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি নাকি বংশে । আজকে হয়ত বা আপনার অনেক টাকা-পয়সা আছে সমাজে আপনার অনেক নামডাক ,সবাই অনেক সম্মান করে । দুইদিন পরে হয়ত বা নাও থাকতে পারে । এমনকি হয়ত বা আপনি ও নাও থাকতে পারেন । তাহলে এত টাকা পয়সা দিয়ে কি হবে ? আমি যদি নাই জানলাম যে আমি কবে মারা যাবো ,তাহলে কেন এত ভবিষ্যৎ পরিকল্পনা ? আর আপনার এই অর্থ দিয়ে যদি একজনের ও উপকার হয় আমার মনে হয় তখনই আপনার এত অর্থের স্বার্থকতা আসবে ।

আজকে বাজারে গিয়েছিলাম কিছু কেনা-কাটা করার জন্য । কেনা-কাটা শেষে রিকসায় করে হলে আসছিলাম । পথিমধ্যে রিকসাওয়ালার সঙ্গে কথা হল । শুনলাম ওনার বাসা আমার ফ্রেন্ডের বাসার কাছেই,দুই ছেলে এক মেয়ে । বড় ছেলে এবার এস-এস সি পাশ করেছে ,মেয়েটা ক্লাস সিকসে এবং ছোট ছেলেটা ক্লাস ফাইভে পড়ে ।

অনেক কষ্টে সংসার চলে টাকার অভাবে ছেলেকে লুঙ্গী পর্যন্ত কিনে দিতে পারছে না । এক সময় বললাম যে আপনি বিকেলে খাওয়া-দাওয়া করেন না । জবাবে বললেন আমাদের আবার খাওয়া-দাওয়া !!! ভাবলাম আমরা যেখানে বিকাল বেলা হলেই গার্লফ্রেন্ডদের নিয়ে ফাস্টফুড কিংবা চাইনিজ রেস্টুরেন্ট গিয়ে আড্ডা দেই । কত বিলাস বহুল আমাদের জীবন !!!আর এদিকে মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালাতই হিমশিম খেতে হচ্ছে রিকসাওয়ালাদের । মনে হল এমন পরিবারে হয়ত বা যদি আমার জন্ম হত তাহলে হয়ত আজকে আমাকেই রিকসা টানতে হত !!! রিকসা থেকে নেমে বললাম কিছু মনে করবেন না ।

পচিশ টাকা দিলাম ১৫ টাকা রিকসা ভাড়া আর বাকি টাকা দিয়ে নাস্তা করবেন । যদিও ভাড়া ১২ টাকা ঠিক হয়েছিল । অথচ তিনি নাস্তা করলেন না । হয়ত ঔ টাকার মধ্যে ওনার সন্তানদের ও হক আছে তাই ভেবে খাননি । গার্লফ্রেন্ডদের পিছনে টাকা খরচ করতে দ্বিধাবোধ করিনা আর সব টাকা শর্ট পড়ে যায় রিকসাওয়ালাদের কাছে এলে ।

একটু ভাড়া বেশী চাইলে দু-একটা চড় বসে দিতেও আমরা দ্বিধাবোধ করিনা । ওরাও ত মানুষ !!!!!!!!! যারা বিত্তশালী তাদের প্রতি আসার আকুল আবেদন । আসুন আমরা সমাজের খেটে খাওয়া মানুষের পাশে দাড়াই,তবে কোন স্বার্থে নয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.