আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-২১ (একটু কঠিন হয়ে গেল কি?)

ধাঁধা-১৯৬ তিন অক্ষরে নাম চোরের বুক কাঁপে, শেষ দুটি ছেড়ে দিলে কাটে এক কোপে। কিন্তু যদি প্রথম ছাড়ো দেখে লাগে দুঃখ, মাংস কম, শীর্ণকায়, চেহারাটি সূক্ষ্ম। ধাঁধা-১৯৭ সবার জন্য আসি ফিরে হোক সে রাজা নয়তো দাসি, আমাকে যে মানবে না তার মুখ ময়লা নয়তো বাসি। আমি এলেই শান্তি ফেরে উজির নাজির বা বস্তিবাসি গৃহস্হতো অবশ্যই তস্কর ও হয় খুশি। ধাঁধা-১৯৮ বাবা যত দিলেন মা-ও দিলেন তত, ভাই দিলেন অর্ধেক হলো দেখি কত? গুণে হলো বিশ আমার আড়াই তাতে, কত টাকা বাবা দিলেন কে পারে জানাতে? ধাঁধা-১৯৯ আসে ডাকাত বাড়ি ঘেরে হাতে দড়ি ধরা, জানালা দিয়ে ঘর পালায় গৃহী পড়ে ধরা। ধাঁধা-২০০ নয়টা পয়সা দিয়ে তিন টাকা করতে হবে। পয়সার মান হবে আট আনা(৫০পয়সা) চার আনা(২৫ পয়সা) দশ পাই(১০পয়সা) পাঁচ পাই(৫পয়সা) এখন আমার প্রশ্ন হল কোন পয়সা কয়টা? আগের পর্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।