আমাদের কথা খুঁজে নিন

   

বানী বাংলাদেশী

"আই এম একদম ফেড আপ" - অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। "‘একজন মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা হয়ে আমি এভাবে কাপুরুষের মতো মরতে পারি না। "’ - বিক্ষুব্ধ জনতাকে লক্ষ্য করে গুলি করা প্রসঙ্গে সাংসদ গিয়াস উদ্দিন। "কালোটাকায় বিশাল কর্মযজ্ঞ সৃষ্টি হবে" —অর্থমন্ত্রী ও অর্থসচিব "এবারের অগ্রাধিকার হচ্ছে মানুষের মঙ্গল। " - বাজেটে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী "ডিজিটাল সরকারের অনেক মন্ত্রী ও প্রশাসন ডিজিটাল প্রতিবন্ধী" - জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ‘আমি চুপি চুপি বলি এবার আমাদের বাজেট করার ইচ্ছা ছিল দুই লাখ কোটি টাকার।

কিন্তু শেষ পর্যন্ত তা করা যায়নি। ’ - অর্থমন্ত্রী "যারা মানুষ চিনে, গরু চিনে, সিগন্যাল বাতি চিনে তাদের সবাইকে ড্রাইভিং লাইসেস্ন দেয়া উচিৎ"- নৌমন্ত্রী শাহজাহান। "বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করা উচিত"- অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। "বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না"- রেলমন্ত্রী সুরঞ্জিত সেন। "তোমাকে(গায়িকা মিলা)দেখে মনে হয়েছে, আমি জীবন্ত মাইকেল জ্যাকসনকে চোখের সামনে দেখছি।

যিনি ছিলেন আমাদের সময়কার আইডল। " -গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। "আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন" - প্রধানমন্ত্রী শেখ হাসিনা। "আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে?” - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

"সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই' -'যোগাযোমন্ত্রী আবুল হোসেন দোয়া রাইখেন যাতে ভবিষ্যতে আরও বানী আপনাদের জানাতে পারি। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।