আমাদের কথা খুঁজে নিন

   

জমেছে মেলা শিরীষতলায়

সকালে ভুভুজেলার আওয়াজে ঘুম ভাঙল। চোখ খুলতেই চি২কার চেঁচামেচিসহ বিভিন্ন ধরনের পোশাক পরিহিত লোকজন দেখা যাচ্ছে বাসার সামনে দিয়ে যাচ্ছে। মনে হল - ওহ আজতো নববর্ষ। প্রতিবছর সকাল সকাল ডিসি হিল আর সি. আর.বি তে যাই। আর আমার বাসা সি. আর. বি তে হওয়ায় উৎসবটা বেশিই দেখা হয় আমার ।

ঘুম থেকে উঠে গোসল করেই গেলাম সি. আর. বি শিরীষতলায়। একটু ভয়ে ছিলাম দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে। কোন দিক থেকে আবার কি হয়ে যায়। নাহ আমার ধারণা মনে হয় মিথ্যেই হল। অন্য বছরের মত এবারও অনেক মানুষ জড়ো হয়েছে এখানে।

সময় যত বাড়ছে মানুষের ভিড় বাড়ছেই। আজকাল বৈশাখী মেলাগুলো আর আগের মত নেই। সবকিছু পাল্টাচ্ছে দ্রুত। অনেক লোকের ভীড়ে একজন লোককে দেখলাম সুন্দর কাপড় পরিহিত উইথ লুঙ্গী। যাক একজন বাঙালী দেখা পেলাম।

এক বিকেল বেলাটা দেখার অপেক্ষায় আছি। অন্যবছর লোকে লোকারণ্য হয়ে যায়। এবারও নিশ্চয়ই হবে....... লেখাটি আগে প্রকাশিত হয়েছে চট্টগ্রাম ব্লগে http://www.ctgblog.com/post/1323  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।