আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে মেঘ জমেছে।

প্রদীপ হালদার,জাতিস্মর। আকাশে মেঘ জমেছে হয়তো বৃষ্টি হবে। ভিজতে হবে হয়তো তোমাকে নয়তো আমাকে। ময়ূর পেখম মেলে হয়তো উঠবে এখন নেচে। রঙের বাহারে দেখতে পাবে রে।

গাছপালা উঁকি মেরে তাকিয়ে মেঘের দিকে। বারিধারা আসবে আনন্দের জোয়ারে ভাসবে। চাষীরা মাঠে লাঙল নিয়ে হাতে। বৃষ্টির জলে ভিজে চাষ করে চলেছে নিজে। গৃহবধূ কলসী কাঁখে জল আনিতে পুকুর ঘাটে।

ঝিরি ঝিরি বৃষ্টিতে মাঝিরা নদীতে। ঢেউয়ের তালে তালে ইলিশ ধরিছে জালে। চড়ুই পাখি ডাকে বাসা তার ভাঙে। হাঁসেরা পুকুরে ডুব দিয়ে যায় রে। বৃষ্টির জলে ভিজে ছেলেরা খেলিছে মাঠে।

কাদা জল মেখে ছেলেরা খেলে যায় রে। মেঘের আড়ালে সূর্য্য লুকায়ে যায় রে। মেঘের বুকে রামধনু হেসে ওঠে। বৃষ্টি এসেছে বলে স্বপ্ন দেখে যায় রে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।