আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিমা বরুয়া পাণ্ডে - গোয়ালপরীয়া লোকগীতি - হস্তীর কন্যা

ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । । প্রতিমা বরুয়া পাণ্ডে (১৯৩৫-২০০২), ভারতের আসাম রাজ্যের গৌরীপুর জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। দেবদাস (১৯৩৬) খ্যাত চিত্র পরিচালক ও অভিনেতা প্রমথেশ বরুয়া হলেন তাঁর কাকা। সঙ্গীতে প্রাতিষ্ঠানিক কোনও শিক্ষা না নিয়েও আগ্রহ, ভালবাসা, প্রতিভা ও স্বকীয়তাকে পুঁজি করে লোকসংগীতে তাঁর পদচারনা শুরু।

তাঁর ক্ষুদ্র পদচারনা বৃহত্তর পরিসর পায়, যখন, ১৯৫৫ সালে, গৌরীপুরের একটি অনুষ্ঠানে ডঃ ভুপেন হাজারিকা তাঁর গোয়ালপরীয়া গান শুনে তাঁর প্রতিভার সন্ধান পান। সেই থেকে শুরু। প্রতিমা বরুয়া পাণ্ডের প্রায় একক প্রয়াসে গোয়ালপরীয়া লোকগীতি, প্রথমে আসামের মূলধারার গানে ও পরে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত হয়। "হস্তীর কন্যা" ও "গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে" এর মতো কালজয়ী গোয়ালপরীয়া লোকগীতির জন্যে প্রতিমা বরুয়া পাণ্ডে, ভারতের রাষ্ট্রীয় "পদ্মশ্রী" খেতাবে ভূষিত হন। গোয়ালপরীয়া লোকগীতি : আসামের গোয়ালপাড়া জেলার লোকগীতিই "গোয়ালপরীয়া লোকগীতি" নামে পরিচিত।

বাংলাদেশের ভাওইয়া ও বৃহত্তর রংপুর ও সিলেট অঞ্চলের পল্লিগীতির সাথে গোয়ালপরীয়া লোকগীতির সাযুজ্য লক্ষণীয়। এমন অনেক অভিন্ন লোকগান আছে যা আমাদের দেশে ভাওইয়া বা পল্লিগীতি হিসাবে প্রচলিত, আবার একাধারে আসামে গোয়ালপরীয়া লোকগীতি নামে পরিচিত - যেমন, ধিক ধিক মইশাল রে, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, ইত্যাদি। অনুসন্ধিৎসুদের জন্য স্যাম্পল ডাউনলোড : তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে বন্ধুর বাড়িতে তালগাছ কোয়ালিটি - ১৯২ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৯৯ মেগাবাইটস ডাউনলোড - প্রতিমা বরুয়া পাণ্ডে - হস্তীর কন্যা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।