আমাদের কথা খুঁজে নিন

   

সরলতার প্রতিমা

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

সেবার দ্বিতীয়বারের মত রেডক্রিসেন্ট এর টট ট্রেনিং করতে গিয়েছি এনএইচকিউতে(ন্যাশনাল হেড কোয়াটার)। প্রথমবার দুইদিন পরে পালিয়ে এসেছিলাম। বড় বিরক্তি লেগেছিল, দ্বিতীয়বারও তেমন ভাল লাগছিল না। টট ট্রেনিং হচ্ছে ট্রেনিং ফর ট্রেইনার। এই ট্রেনিং শেষ করতে পারলে সারাদেশে রেডক্রিসেন্ট এর বেসিক এবং ফার্ষ্ট এইড ট্রেনিং এর ট্রেইনার হওয়া যায়।

সারাদেশে এমন ট্রেইনার হাতে গোনা। তো প্রথমদিনই রাতে আমাদের জন্য নির্ধারিত হোটেলে না থেকে থাকলাম পাশেই এক বন্ধূর বাসায়। পরদিন আর গেলাম না ট্রেনিং এ। কিন্তু মুক্তি নাই সকাল দশটা বাজতেই দেখি এক ভলান্টিয়ার এসে হাজির বাসায়। কোথ্বেকে বাসা খুজে পেল কে জানে।

এনএইচকিউ গিয়ে একঘন্টা অনেক কথা শুনতে হল..খুব খারাপ লাগল কথাগুলো..যখন বলা হল আমি রেডক্রিসেন্ট এর কিছুই বুঝি না। এখানে যে আর্তমানবতার সেবায় সবাই কাজ করে সেটা বুঝি না। প্রচন্ড খারাপ লাগল যখন বলা হল আমার জেলায় এত ভাল ভাল ছেলে থাকতে আমাকে কেন পাঠানো হল...কোন রাজনৈতিক তদবিরে নাকি?...কেমন লাগে...ভেসে উঠল আমার সেদিনগুলো যেদিনগুলোতে পাগলের মত কাজ করেছি....আমার জেলায় যদি গিয়ে যদি তারা এমন বলতেন তবে সবাই হাসত। যাহোক ওই মনখারাপ করা দিনটাতে এক ভলান্টিয়ার এর কন্ঠে এই গানটা শুনলাম.....এই একটা গান কেন জানি...কেন জানি..আমাকে ওই ট্রেনিং এ থাকার অনুপ্রেরনা দিল। এরপর থেকে এটা আর সবার মত এটা আমারও দুর্দান্ত প্রিয়অ আরও অনেক স্মুতি জড়িয়ে আছে এই গান।

সেসব বলা শুরু করলে বিরক্ত হবেন সবাই। আপাতত গানটা শোনেন আর একবার.................... সরলতার প্রতিমা তুমি আাকশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙেচুরে শতবার রয়েছ তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায় এ হ্রদয় ভেঙে গেলে জান কি তা লাগে না লাগে না জোড়া আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবনগতি সেকি তোমার অজানা শ্রাবনবেলায় তোমারই কথা ভেবে বিষন্ন এ মন আশারই পথে দিয়েছি পাড়ি যেথা তোমার বিচরন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।