আমাদের কথা খুঁজে নিন

   

"সমাধিস্থল"

”আমার দ্রুত প্রস্থান নিঃশব্দে ,করিডোর ভেঙ্গে উওর, পশ্চিম দক্ষিণের সবগুলি উঠান ডিঙ্গিয়ে। শান্ত চাঁদটার রূপবদলায় দিগ্বিদিক থেকে খালি পায়ে আমি, কি অচেনা আপন নিঃশ্বাস চাপা ভয় হয় ফেলে আসা পদচিহ্ন, নিজের দ্বিখন্ডিত ছায়া দেখে। বিশাল বাড়িটার সবগুলো চত্বর থেকে উঁকি দেয় ভয় খানিক ভাবি, এ-কি সে আমি? যদি স্বপ্ন হয়। এই উঁচু প্রাচীরটার নিয়তি আমার রক্ত মাখা হাতে বিশ্বাস করো আমার একমাত্র স্বার্থকতা, শুধু তোমারই সমাধিস্থলে।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।