আমাদের কথা খুঁজে নিন

   

সংরক্ষিত আসনের এমপিদের কি এভাবেই ব্যাবহার করা হবে?

অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!! বিএনপির সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্য। বাকি নেতারা তেমন গলাবাজি না করলেও উনি সবসময় কথাবার্তায় সবাইকে ছাড়িয়ে যান। শেখ হাসিনাকে নিয়ে "যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন" বলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পাপিয়া বক্তব্য দিলেন। রেফারেন্স হিসাবে দিলেন রেন্টুর "আমার ফাঁসি চাই" বই এর বক্তব্য। আওয়ামী লীগই তাহলে ছাড়বে কেন? তারাও একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্যকে ব্যাবহার করে খালেদা জিয়াকে নিয়ে এক পাকিস্তানি অফিসারের বইয়ের রেফারেন্স দিয়ে খালেদা জিয়াকে মারমা+অর্ধ-ইহুদী বানিয়ে দিলেন। সংসদ অধিবেশ্ন দেখা হয় না। তা সরাসরি নির্বাচিত সংসদ সদস্যরা কি এরকম বক্তব্য দেন? নাকি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের এক্সপেনডেবল হিসাবে ব্যাবহার করা হয়? যেহেতু সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সেহেতু সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মত অত চাপ নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।