আমাদের কথা খুঁজে নিন

   

'সংরক্ষিত আসন' কথাটার মানে কি?

আমার ল্যাজটা একদম সোজা

বাসে নতুন নিয়ম করছে নারী শিশু ও প্রতিবন্ধিদের জন্য নয়টি আসন সংরক্ষিত। প্রায়ই সেই সিটে দু-একজন যুক্তিনিষ্ঠ বিবেক মান মানুষ সেই সিটে বসে থাকেন। তাদের কে যদি মহিলা সিট ছেড়ে দিতে বলা হয় তাহলে তারা 'অন্য সিটেও তো মাহিলারা বসে আছে' এই বলে যুক্তি দেখান। যদিও অন্য আসনগুলোর ব্যপারে কর্তৃপক্ষ এই মর্মে কিছু লিখে রাখেন নাই যে এই আসনগুলো শুধুমাত্র পুরুষদের জন্য সংরক্ষিত। আমদের জাতীয় সংসদেও সংরক্ষিত নারী আসন আছে। তাই বলে অন্য আসনগুলোতে কি নারীরা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন না? আজ একটা হসপিটালে গিয়েছিলাম, সেখানকার কেন্টিনে ঢকেছি কিছু খাব বলে। একটা টেবিল চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে, লেখা আছে ডাক্তারদের জন্য সংরক্ষিত। ডাক্তাররা কি ঐ টেবিলটার বাইরে আর কোন টেবিলে বসতে পারবে না? জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের বাসাগুলোর মধে কিছু বাস আছে শিক্ষকদের জন্য সংরক্ষিত। তারা কি ছাতদের সঙ্গে তাদের কোন গাড়িতে উঠতে পারবেন না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।