আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্সে রুট পাসওয়ার্ড ভুলে গেলে।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। লিনাক্সের রুট পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করা খুবিই সহজ। পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাকে সিঙ্গেল ইউজার মুড চালু করতে হবে। নিচের ধাপ সমূহ অনুসরন করে আপনি সহজেই পাসওয়ার্ড রিসেট করতে করতে পারবেন। ১।

প্রথমে কম্পিউটারকে রিবুট করতে হবে। ২। বুট লোডারের সময় আপনাকে এ্যারো কি ব্যবহার করে যে ইন্সটেলেশন এর পাসওয়ার্ড রিসেট করতে চান তা সিলেক্ট করতে হবে এবং A টাইপ করে append মুডে ঢুকতে হবে। তখন স্কিনে নিচের মত একটা লাইন দেখাবে। grub append> ro root=LABEL=/ ৩।

সিঙ্গেল মুডে যাবার জন্য আপনাকে লাইনটিকে এডিট করে নিচের মত করে লিখে এন্টার চাপতে হবে। grub append> ro root=LABEL=/ single ৪। GRUB (গ্রাব) রিবুট করে সিঙ্গেল ইউজার মুডে চালু হবে এবং চালু হবার পরে নিচের মত একটা লেখা দেখাবে। sh-2.05b# ৫। এখন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে নিচের মত করে পাসওয়ার্ড পরিবর্তনের কমান্ড দিতে হবে।

passwd root আপনাকে পাসওয়ার্ড ভেরিফিকেশন করার জন্য পাসওয়ার্ড পুনরায় লিখতে বলা হবে। দ্বিতীয়বার পাসওয়ার্ড দেবার পর আপনাকে reboot লিখে কম্পিউটার রিবুট করতে হবে। এবং স্বাভাবিক ভাবেই নতুন পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারে লগিন করতে পারবেন। প্রথম প্রকাশঃ সবকিছু ডট কম । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.